মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বালুমহালের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার সদর ইউনিয়নের কাছে সিলেট-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত উত্তর ভাড়াউড়া (৫নং পুল) এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, সরকার কর্তৃক জৈনকাছড়া বালুমহাল ইজারার কারণে বালু উত্তোলন হওয়ায় এলাকার জনসাধারণের চলাচলের সড়কটি ঝুঁকির মধ্যে পড়েছে। যে কারণে এই বালুমহালের ডাক বাতিলের জন্য স্থানীয় সাধারণ জনগণ, সুশীল সমাজ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে ইজারা বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, জৈনকাছড়া বালুমহাল ইজারা প্রদানের কারণে উত্তর ভাড়াউড়ার বাসিন্দাদের হাওর পর্যন্ত চলাচলের একমাত্র রাস্তাটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়া শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের ৫নং পুলটি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। রাস্তার গাইড ওয়াল ভেঙে গেছে, বৃষ্টিতে রাস্তায় অসংখ্য গর্ত ও খাদের সৃষ্টি হয়েছে এবং কৃষকদের চাষাবাদে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় রোগীদের চিকিৎসা পরিবহন, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয় বলে জানান বক্তারা।