দক্ষিণ আফ্রিকার ইনজুরির সারি আরও দীর্ঘ হলো। উইয়ান মুল্ডার, নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিদির পর এবার চোটে পড়লেন জেরাল্ড কোয়েৎজি।
শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাবেরহায় দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন না কোয়েৎজি। কুঁচকির চোটে পড়েছেন প্রোটিয়া পেসার। পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ গ্যালারিতে বসে দেখতে হবে এই স্পিডস্টারকে।
লঙ্কানদের বিপক্ষে ডারবান টেস্টের চতুর্থ দিনে ইনজুরিতে পড়েন কোয়েৎজি। স্ক্যান করে জানা যায়, ডানপাশের কুঁচকিতে চোট লেগেছে তার। যে কারণে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
কোয়েৎজির পরিবর্তে আরেক পেসার কিউনা মাফাকাকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল এই পেসারের।
গত শনিবার ডারবানে প্রথম সেশনে কাগিসো রাবাদার সঙ্গে প্রথম স্পেলে ৩ ওভার বোলিং করেন কোয়েৎজি। দ্বিতীয় স্পেলে করেন মাত্র ২ ওভার। মধ্যাহ্নবিরতির পর আরও ৩ ওভার বোলিং করেন তিনি।
কোয়েজির ইনজুরির বিষয়ে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানান, লাঞ্চ বিরতির পরপরই তার কাছে চোটের কথা জানিয়েছিলেন কোয়েৎজি। প্রোটিয়া পেসার বলেছিলেন, তিনি কুঁচকিতে অস্বস্তি অনুভব করছেন।
আগামী ৫ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ শেষে পাকিস্তানকে আতিথেয়তা দেবে প্রোটিয়ারা। খেলবে সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ।
এমএইচ/জেআইএম