শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ এর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টা এ শোক ও সমবেদনা জানান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার। তিনি জানান, চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পেয়ে তিনি গভীরভাবে শোকাহত। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ আবহাওয়াজনিত দুর্যোগগুলোর অন্যতম এটি। চিঠিতে তিনি আরও লেখেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যারা আপনজন হারিয়েছেন, তাদের জন্য আমাদের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রইলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। প্রধান উপদেষ্টা লেখেন, এ কঠিন সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর ক্ষয়ক্ষতিতে প্রধান উপদেষ্টার শোক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ এর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে গভীর শোক প্রকাশ করেছেন ও সমবেদনা জানিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) শ্রীলংকার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টা এ শোক ও সমবেদনা জানান বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, ঘূর্ণিঝড় ডিটওয়াহর কারণে মর্মান্তিক প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পেয়ে তিনি গভীরভাবে শোকাহত। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কায় সংঘটিত সবচেয়ে ভয়াবহ আবহাওয়াজনিত দুর্যোগগুলোর অন্যতম এটি।

চিঠিতে তিনি আরও লেখেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি এবং শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। যারা আপনজন হারিয়েছেন, তাদের জন্য আমাদের আন্তরিক চিন্তা ও প্রার্থনা রইলো। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

প্রধান উপদেষ্টা লেখেন, এ কঠিন সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বন্ধুসুলভ জনগণের প্রতি সংহতি জানাচ্ছে। বন্যা ব্যবস্থাপনা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তাসহ প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত আছি।

এমইউ/এএমএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow