শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন গড়ালো দ্বিতীয় ধাপে

1 week ago 8

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেনি। তাই সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ফের নির্বাচন হচ্ছে।

বামপন্থি ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) অ্যালায়েন্সের প্রার্থী অনুরা কুমারা দিসানায়েক ও বর্তমান বিরোধী দলের নেতা সজিথ প্রেমাদাসার মধ্যে এই লড়াই হবে।

আরও পড়ুন>

দ্য মিরর শ্রীলঙ্কার তথ্য অনুযায়ী, কুমারা দিসানায়েক ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছেন। সজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ১৭ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

নির্বাচনের নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে ৫০ শতাংশ ভোট পেতে হবে। অন্যথায় সর্বোচ্চ ভোট পাওয়া দুইজনকে দ্বিতীয় রাউন্ডে লড়াই করতে হবে।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী ছিলেন। শনিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ পর্ব চলে বিকেল ৪টা পর্যন্ত।

২০২২ সালে ধসে পড়েছিল শ্রীলঙ্কার অর্থনীতি। এরপর দেশটিতে দেখা দিয়েছিল গণঅভ্যুত্থান। দেশ ছেড়ে পালিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর এটাই দেশটিতে প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

 

 

Read Entire Article