শ্রেণিকক্ষে মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত

2 hours ago 4

মুন্সিগঞ্জ সদরে পরিচ্ছন্নতা কাজের সময় মৌমাছির কামড়ে ১০ শিক্ষার্থী আহত হয়েছে। তারা সবাই তৃতীয় শ্রেণির ছাত্র।

রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বানিয়াল মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতদের মুন্সিগঞ্জে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহত শিক্ষার্থীরা জানায়, দুপুরে ক্লাসের ফাঁকে তারা বিদ্যালয়ের একটি কক্ষ পরিষ্কার করছিল। এসময় কেউ একজন বিদ্যালয়ের দেওয়ালে থাকা মৌচাকে ঢিল ছোড়ে। এসময় অসংখ্য মৌমাছি ছুটে এসে শিশু শিক্ষার্থীদের আক্রমণ করে।

বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল বলেন, ‌‘দুপুরে হঠাৎ শিক্ষার্থীদের চিৎকার শুনতে পাই। পরে দেখি তারা মৌমাছির আক্রমণের শিকার হয়েছে। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।’

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, দুপুরে সাত শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ মৌমাছির হুল ছিল। পরে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

এসআর/জিকেএস

Read Entire Article