ষড়যন্ত্র করলে উৎখাত করতে এক মুহূর্ত সময় লাগবে না : বাবুল

8 hours ago 2

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, তবে তাকে উৎখাত করতে এক মুহূর্ত সময় লাগবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল বলেন, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল গঠন করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চাবুক হিসেবে। যুবদল আজও সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাবুল বলেন, যুবদলের লাখ লাখ নেতাকর্মী হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে চাবুকের মতো আঘাত করেছে। বিগত আন্দোলনে যুব দলের হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে, গুম-খুনের শিকার হয়েছে। 

সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর মোড়ে এসে শেষ হয় ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কেএম আবু সাঈদসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের নেতাকর্মীরা। 

Read Entire Article