সংকট দেখিয়ে বেশি দামে ডিম বিক্রি, চট্টগ্রামে দুই আড়তকে জরিমানা

3 months ago 40

কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে ডিম বিক্রি, মোবাইলের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে অসামঞ্জস্যপূর্ণ মূল্য বাড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুই আড়তকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ জুলাই) দুপুরে নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারে এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান এবং রানা দেবনাথ।

অভিযানে পাহাড়তলী রেলওয়ে বাজারের আল আমিন স্টোরকে ২০ হাজার টাকা ও রহমানিয়া দরবার ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, ডিম কেনার রসিদ সংরক্ষণ না করে, মোবাইল মেসেজে সিন্ডিকেট কারসাজির মাধ্যমে ডিমের অস্বাভাবিক দাম বাড়িয়ে বিক্রির অভিযোগে দুই আড়তকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, তাদের কাছ থেকে কোনো মূল্যতালিকা পাওয়া যায়নি। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান লাগাতার চলবে।

এমডিআইএইচ/বিএ/এমএস

Read Entire Article