সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

চলতি বিপিএলে পারফরম্যান্সের দিক থেকে এমনিতেই চাপে রয়েছে ঢাকা ক্যাপিটালস। মাঠের লড়াইয়ে যখন টিকে থাকার শেষ চেষ্টা চলছে, ঠিক সেই সময়ই আরেকটি বড় ধাক্কা খেল দলটি—প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় সোমবার সকালে বাংলাদেশ ত্যাগ করেন র‍্যাডফোর্ড। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ছাড়াই এগোতে হচ্ছে ঢাকাকে। বর্তমান অবস্থায় ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে ঢাকা ক্যাপিটালস। প্লে-অফে জায়গা করে নিতে হলে নিজেদের শেষ দুই ম্যাচ জিততে হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রংপুর রাইডার্স–এর ফলাফলের দিকে। পরিস্থিতি আরও জটিল, কারণ শেষ দুই ম্যাচ জিতে নোয়াখালী এক্সপ্রেসও পয়েন্টে সমতা আনতে পারে। সেক্ষেত্রে নেট রানরেটই নির্ধারণ করবে শেষ চারের ভাগ্য। এমন চাপের মুহূর্তে দলের নেপথ্যের কারিগরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গাতেই শূন্যতা তৈরি হয়েছে। র‍্যাডফোর্ডের জায়গায় আপাতত ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা। তার অধীনেই শেষ সম্ভাবনা আঁকড়ে ধরে লড়াই করবে দলটি। ঢাকা পর্বে ঢাকার

সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

চলতি বিপিএলে পারফরম্যান্সের দিক থেকে এমনিতেই চাপে রয়েছে ঢাকা ক্যাপিটালস। মাঠের লড়াইয়ে যখন টিকে থাকার শেষ চেষ্টা চলছে, ঠিক সেই সময়ই আরেকটি বড় ধাক্কা খেল দলটি—প্রধান কোচ টবি র‍্যাডফোর্ড দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় সোমবার সকালে বাংলাদেশ ত্যাগ করেন র‍্যাডফোর্ড। ফলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাকে ছাড়াই এগোতে হচ্ছে ঢাকাকে।

বর্তমান অবস্থায় ৮ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে ঢাকা ক্যাপিটালস। প্লে-অফে জায়গা করে নিতে হলে নিজেদের শেষ দুই ম্যাচ জিততে হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রংপুর রাইডার্স–এর ফলাফলের দিকে। পরিস্থিতি আরও জটিল, কারণ শেষ দুই ম্যাচ জিতে নোয়াখালী এক্সপ্রেসও পয়েন্টে সমতা আনতে পারে। সেক্ষেত্রে নেট রানরেটই নির্ধারণ করবে শেষ চারের ভাগ্য।

এমন চাপের মুহূর্তে দলের নেপথ্যের কারিগরের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু সেই জায়গাতেই শূন্যতা তৈরি হয়েছে। র‍্যাডফোর্ডের জায়গায় আপাতত ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গোলাম মর্তুজা। তার অধীনেই শেষ সম্ভাবনা আঁকড়ে ধরে লড়াই করবে দলটি।

ঢাকা পর্বে ঢাকার প্রথম ম্যাচ ১৬ জানুয়ারি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের নবম ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস—যে ম্যাচটি কার্যত ‘ডু অর ডাই’।

উল্লেখ্য, টুর্নামেন্টের শুরুতেই বড় এক ক্ষতি হয়েছিল ঢাকার। সহকারী কোচ মাহবুব আলী জাকি সিলেট পর্বে আকস্মিকভাবে মারা যান। সেই শোক সামলে ওঠার আগেই এবার হারাল প্রধান কোচকে।

সব মিলিয়ে মাঠের ভেতর ও বাইরে—দুই জায়গাতেই কঠিন সময় পার করছে ঢাকা ক্যাপিটালস। এখন দেখার বিষয়, এই প্রতিকূলতার মাঝেও শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে কিনা দলটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow