সংক্ষিপ্ত আদেশে তড়িঘড়ি করে কার্যকর করা হয়েছিল কাদের মোল্লার ফাঁসি

3 months ago 17

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ আবেদন ২০১৩ সালের ১২ ডিসেম্বর খারিজ করা হয়। পরে সংক্ষিপ্ত আদেশে ওইদিন রাতেই তড়িঘড়ি করে তার ফাঁসি কার্যকর করে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত নির্বাচন করার জন্য এ ফাঁসি কার্যকর করা হয়। কিন্তু আব্দুল কাদের মোল্লার রিভিউ কী কারণে খারিজ হলো সেটা আমরা জানতে পারিনি।

মঙ্গলবার (৬ মে) জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানিতে কাদের মোল্লার প্রসঙ্গ টেনে এমন কথা বলেলেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বিচারপতির বেঞ্চে এ আপিল শুনানি চলছে।

এর আগে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক শুনানি করলেও তার বাবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা যাওয়ায় আজ শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

শুনানিতে শিশির মনির বলেন, সাধারণত আসামির মুক্তির জন্য সংক্ষিপ্ত আদেশ ফলো করা হয়। তবে কারও ফাঁসির জন্য সংক্ষিপ্ত আদেশ এটা প্রথম ঘটনা। উপমহাদেশে এমন নজির আর নেই।

তিনি বলেন, সাক্ষী ১৬১ ধারায় জবানবন্দি দেওয়ার পর কোর্টে আসার পর দেখলাম সে ঘটনার তারিখ-সময় বলতে পারছে না। পরে অনেক সাক্ষীকে কোর্টে আনা হয়নি। আসামিপক্ষ জেরা করতে পারেনি। অথচ সাক্ষীদের জেরা করা বিশ্বব্যাপী স্বীকৃত। এটাই সাক্ষ্য আইনের বিধান।

এফএইচ/এমএএইচ/জেআইএম

Read Entire Article