সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ জানুয়ারি ২০২৫

10 hours ago 4

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

‘ভারতের ফসল নষ্ট বাংলাদেশিদের!’ – ভারতীয় মিডিয়ায় ফের মিথ্যা খবর

বাংলাদেশি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, রিপাবলিক বাংলায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশের ভেতরেই ধারণ করা এবং এটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার ঘটনা। ভিডিওটিতে থাকা কৃষকেরা ফসলের দাম না পেয়ে নিজেরাই নিজেদের ফসল নষ্ট করছিলেন।

এবার টিউলিপকে সরে যেতে বললো যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোট

যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোট ইউকে অ্যান্টি-করাপশন কোয়ালিশন বলেছে, তার পদত্যাগ মন্ত্রী হিসেবে তার শপথ ভাঙা হয়েছে কি না, তা নিয়ে স্বাধীন উপদেষ্টার তদন্তের ফলাফলের ওপর নির্ভর করে না। মন্ত্রীর বর্তমান দায়িত্বের আওতায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও সুনাম রক্ষায় জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন।

পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ দাবি বাইডেনের

নিজ প্রশাসনের চার বছরের শাসনামল নিয়ে বিদায়ী ভাষণে বাইডেন বলেন, আমরা একটি বাঁকবদলের মুহূর্তে রয়েছি। স্নায়ুযুদ্ধ-পরবর্তী যুগ শেষ হয়েছে। একটি নতুন যুগের সূচনা হয়েছে। এই চার বছরে আমরা নানা সংকট মোকাবিলা করেছি এবং সেই পরীক্ষাগুলো পেরিয়ে এখন আরও শক্তিশালী অবস্থানে রয়েছি।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারে বৈঠক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কাতারের দোহায় বৈঠক করছে মধ্যস্থতাকারীরা। আশা করা হচ্ছে, যুদ্ধ কীভাবে শেষ করা যায় এখান থেকে তার একটি পরিকল্পনা বেরিয়ে আসবে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির চুক্তি আসন্ন।

রাশিয়ার ওপর মার্কিন নতুন নিষেধাজ্ঞায় বেড়েছে তেল শিপিং রেট

রাশিয়ার তেল শিল্পের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞায় সংকট বেড়েছে তেল শিপিংয়ের ক্ষেত্রে। এক দেশ থেকে অন্য দেশে তেল পরিবহনের জন্য ব্যবসায়ীরা এখন জাহাজ বুকিংয়ের জন্য ছুটছেন। এমন পরিস্থিতে জাহাজে তেল শিপিংয়ের রেট বেড়েছে।

লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়ালো নতুন এলাকায়

ভয়াবহ দাবানল লস অ্যাঞ্জেলেসের আরও একটি কাউন্টিতে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) নতুন করে ভেনচুরা কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ে। এরইমধ্যে সেখানকার ৫৬ একর জায়গা পুড়ে গেছে।

যুদ্ধের প্রস্তুতি ছাড়া ইউরোপে শান্তি অসম্ভব

বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট বলছে, ইউরোপের নিরাপত্তার জন্য দ্রুত, সুসংগঠিত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। ২০২৫ সালে ইউরোপ যদি আরও বড় সংকট এড়াতে চায়, তবে এখনই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। শান্তি বজায় রাখতে, যুদ্ধের জন্য প্রস্তুত থাকা জরুরি।

ইংল্যান্ডে বেড়েই চলেছে গৃহহীন মানুষের সংখ্যা

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে অস্থায়ী আশ্রয়ে থাকা অসংখ্য মানুষ যোগ করলে ইংল্যান্ডে মোট গৃহহীন মানুষের সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৫৪ হাজারে। চ্যারিটি সংস্থা শেল্টারের তথ্যমতে, গত পাঁচ বছরে এই সংখ্যা ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এক হাজার অত্যাধুনিক ড্রোন হাতে পেলো ইরান

এক হাজার নতুন অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী। জানা গেছে, ড্রোনগুলো কৌশলগত মিশন ও দূরপাল্লার অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে, যা সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। একইসঙ্গে, এগুলো সেনাবাহিনীর দীর্ঘ-পাল্লার আক্রমণের ক্ষমতাকেও শক্তিশালী করবে।

আমিরাতে ৬৩ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি

বাংলাদেশের ৪০ বছর বয়সী ফলবিক্রেতা এম.ডি. সোহেল আহমেদ আলাউদ্দিন জিতেছেন ১ লাখ দিরহাম জিতেছেন। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৩৩ কোটি টাকার সমান। বাংলাদেশ থেকে যাওয়া আরেক প্রবাসী সামুল আলম আব্দুর রাজ্জাক জিতেছেন ৯০ হাজার দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৩০ কোটি টাকার সমান।

এসএএইচ/এএসএম

Read Entire Article