বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলকাতা গেলো বাংলাদেশের প্রতিনিধি দল
প্রতি বারের মতো চলতি বছরেও যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন করবে ভারতীয় সেনাবাহিনী। সোমবার (১৬ ডিসেম্বর) কলকাতার ফোর্ট উইলিয়ামে উদযাপন করা হবে এই দিবস। এ উপলক্ষে এরই মধ্য তিন দিনের সফরে কলকাতায় গেছেন ১৭ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল। রোববার প্রতিনিধি দলটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
সিরিয়ায় ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে’ সমর্থন দেবে ৮ আরব দেশ
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া’ নিশ্চিত করার লক্ষ্যে একমত হয়েছে আট আরব দেশ। শনিবার (১৪ ডিসেম্বর) জর্ডানের আকাবা শহরে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিশ্রুতি দেন দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা। দেশগুলো হলো- সৌদি আরব, জর্ডান, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার।
বাসায় সিংহের বাচ্চা রাখায় পাকিস্তানে ইউটিউবার গ্রেফতার
পাকিস্তানে রজব বাট নামের এক ইউটিউবারকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয় অস্ত্র প্রদশর্ন ও অবৈধভাবে বাসায় একটি সিংহের বাচ্চা রাখায় তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পাবলিক স্থানে আগ্নেয় অস্ত্র প্রদর্শন ও অবৈধভাবে সিংহের বাচ্চা থাকার খবরেরভিত্তিতে কর্তৃপক্ষ তার বাসায় অভিযান চালায়।
স্কুলে ফিরছে সিরিয়ার শিশুরা
স্কুলে ফিরতে শুরু করেছে সিরিয়ার শিশুরা। দেশটির অন্তর্বর্তী সরকার স্কুলগুলো পুনরায় চালুর নির্দেশ দেওয়ার পর পরই শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরতে শুরু করেছে। রোববার (১৫ নভেম্বর) সকালে দামেস্কের একটি স্কুলের আঙ্গিনায় শিক্ষার্থীদের বেশ উৎফুল্ল হয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
ইন্দোনেশিয়ায় বেড়েছে ধনীদের সম্পত্তি
সব শেষ হিসাবের পর ইন্দোনেশিয়ার বেঞ্চমার্ক ইনডেক্স তিন শতাংশ বেড়েছে। ফলে দেশটির শীর্ষ ৫০ ধনীর সমন্বিত সম্পত্তি বেড়ে ২৭৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গত বছর যার পরিমাণ ছিল ২৫৩ বিলিয়ন ডলার।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্যালিকাকে তিন টুকরা করলেন দুলাভাই
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার সময় আতিউর খাদিজাকে জোর করে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। সেখানে খাদিজাকে প্রথমে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন আতিউর। পরে শ্যালিকার শিরশ্ছেদ করেন ও দেহ তিন টুকরা করেন এই নির্মাণশ্রমিক। পরে মরদেহের টুকরাগুলো আলাদা আলাদা স্থানে ফেলে দেন।
কোন পথে সিরিয়া?
বিদ্রোহী এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল-জোলানি সিরিয়াকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি এই লক্ষ্য অর্জন করতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেয়ার পেডারসন সিরিয়ার সব গোষ্ঠীর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় দায়িত্ব গ্রহণ করেছে নতুন প্রশাসন। এই প্রশাসনকে সঠিকভাবে সরকার পরিচালনার সুযোগ দেওয়া দরকার বলে জানিয়েছে তুরস্ক। একই সঙ্গে সিরিয়ার প্রশাসন যদি অনুরোধ করে তাহলে সেখানে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এ তথ্য জানিয়েছেন।
শিগগির আকাশসীমা চালু করবে সিরিয়া
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পরিবহনমন্ত্রী বাহা আল-দিন শর্ম বলেছেন, সিরিয়া আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিমান চলাচলের জন্য তাদের আকাশসীমা খুলে দেবে। তিনি বলেন, আমরা বেসামরিক বিমানবন্দরগুলোকে প্রস্তুত করার জন্য কাজ করছি।
ভারতে আবারও কুকুর ধর্ষণ, হাতেনাতে ধরা যুবক
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিকে অস্বাভাবিক কাজে লিপ্ত অবস্থায় দেখতে পেয়ে তারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। কুকুরটিকে সেসময় বাঁধা অবস্থায় পাওয়া যায়। এরপর অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
এসএএইচ/জেআইএম