সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ ডিসেম্বর ২০২৪

3 weeks ago 5

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

জনতুষ্টিতে বাংলাদেশ বিরোধী প্রচারে বিজেপির সাথে পাল্লা প্রিয়াংকার

‘প্যালেস্টাইন’ লেখা হাতব্যাগ নিয়ে হাজির হওয়ার একদিন পর এবার ‘বাংলাদেশ’ লেখা একটি ব্যাগ নিয়ে লোকসভায় হাজির হলেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও ওয়ান্নার আসনের সংসদ সদস্য প্রিয়াংকা গান্ধী ভদ্রা। তার নতুন এই ব্যাগে লেখা ছিল ‘বাংলাদেশি হিন্দু ও খ্রিষ্টানদের পাশে দাঁড়ান’।

ভারতের সংসদে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল পেশ

ভারত কি শেষপর্যন্ত এক নির্বাচনের দিকে এগুচ্ছে? মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রিসভার ছাড়পত্র পেতেই ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় পেশ হয়েছে ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল বা প্রস্তাব। এই নীতি চালু হলে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা- সব নির্বাচন একসঙ্গে হবে।

সিরিয়ায় গণকবরে প্রায় এক লাখ মরদেহের সন্ধান

সিরিয়ায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সিরীয় পর্যবেক্ষক সংস্থা সোমবার দাবি করেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের মরদেহ রয়েছে। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এসব মানুষকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিরিয়ার রিজার্ভ প্রায় শূন্য হলেও ব্যাংকে অক্ষত ২৬ টন সোনার মজুত

ক্ষমতায় থাকাকালীন সদ্য পতন হওয়া আসাদ সরকার রাশিয়ায় প্রায় ২৫ হাজার কোটি ডলার পাচার করেছে। এরপরও সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে প্রায় ২৬ টন সোনার মজুত অক্ষত রয়েছে, অর্থের অঙ্কে যা ২ দশমিক ২ বিলিয়ন বা ২২০ কোটি ডলারের সমান।। দেশটিতে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর সময়ও একই পরিমাণ সোনা রক্ষিত ছিল।

বোমা হামলায় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা একজন রুশ জেনারেলকে হত্যা করা হয়েছে। একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণ হয়ে মঙ্গলবার তিনি নিহত হন। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে।

পাঁচ বছর পর সীমান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসছে চীন-ভারত

দীর্ঘ পাঁচ বছর পর সীমান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে চীন ও ভারত। বুধবার (১৮ ডিসেম্বর) বেইজিংয়ে বিশেষ এই প্রতিনিধি (এসআর) সংলাপে অংশ নেবেন চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ইয়ে ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে এই বৈঠক হচ্ছে।

গাজায় শীতের মধ্যে আশ্রয়হীন প্রায় ১০ লাখ ফিলিস্তিনি

নরওয়ের শরণার্থী বিষয়ক কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, নভেম্বরের শেষের দিকে প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী পেয়েছে মাত্র দুই লাখ ৮৫ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এখন আরও ৯ লাখ ৪৫ হাজার মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন। এই প্রচণ্ড শীতের মধ্যে বাসস্থান সংকটে দিন কাটাচ্ছেন এসব অসহায় মানুষ।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫ হাজার ছাড়িয়ে গেছে

গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। অবরুদ্ধ এই উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার উত্তরাঞ্চলে অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া বেইত লাহিয়াতে দুজন, শাতি শরণার্থী শিবিরে চারজন এবং গাজা সিটিতে আরও পাঁচজনকে হত্যা করেছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক স্কুলে গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

ভানুয়াতুতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

এসএএইচ/এমএস

Read Entire Article