সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ নভেম্বর ২০২৪

2 months ago 29

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ মুখপাত্র নিহত

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় মোহাম্মদ আফিফ নামে হিজবুল্লাহর এক মুখপাত্র নিহত হয়েছেন। তিনি হিজবুল্লার মিডিয়া রিলেশন অফিসার ও স্থানীয় গণমাধ্যমে খুব পরিচিত মুখ ছিলেন তিনি।

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যজুড়ে একাধিক দাবানল শুরু হয়েছে। এরই মধ্যে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০২৪ সালে শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে সৌদি আরব শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেশি বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রওয়ালা দেশের তালিকায় নাম লেখালো ভারত

নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। এই পরীক্ষা দেশটির সামরিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাজ্যে বেড়েছে গৃহহীন অভিবাসী

যুক্তরাজ্যে ২০২৩ সালে অভিবাসী, আশ্রয়প্রার্থী এবং শরণার্থীদের মধ্যে গৃহহীনতার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। অভিবাসীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত নো অ্যাকমোডেশন নেটওয়ার্ক সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবং এমন পরিস্থিতির জন্য সরকারের তীব্র সমালোচনা করেছে।

৮৫০ কোটি ডলারের মিডিয়া একত্র করলো আম্বানির রিলায়েন্স ও ডিজনি

ধনকুবের মুকেশ আম্বানি ও ওয়াল্ট ডিজনি কো. ভারতে তাদের মিডিয়া অ্যাসেট একত্রিত করেছে। এর মাধ্যমে ভারতের সবচেয়ে বড় বিনোদন কোম্পানির মালিক হলো তারা। একত্রিত হওয়ার পর যার মূল্য দাঁড়িয়েছে ৮৫০ কোটি ডলার। নিয়ন্ত্রকগুলো ভায়কম১৮ ও জিও সিনেমাকে একত্রে স্টার ইন্ডিয়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার অধীনে থাকছে ১০০ টেলিভিশন চ্যানেল ও দুটি স্ট্রিমিং সার্ভিস।

২০৫০ সালের মধ্যে যুুক্তরাষ্ট্রে ২৬ কোটি মানুষ স্থূলতায় ভুগবে

আগামী দুই দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ২৬ কোটি মানুষ স্থূলতা বা অতিরিক্ত ওজনে ভুগবে বলে এক গবেষণায় পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণাটি মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে। বলা হয়েছে দেশটিতে ২০৫০ সালের মধ্যে স্থূলতা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে।

ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রায় সর্বত্রই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়া ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সাইবার অপরাধ থেকে বাণিজ্য, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং রাশিয়া ইস্যুসহ বিভিন্ন বিষয় তাদের আলোচনায় উঠে এসেছে। সে সময় তিনি জানিয়েছেন যে, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করবে চীন।

মরদেহের এক চোখ গায়েব, ইঁদুরে নিয়ে গেছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

হাসপাতালের বিছানায় শায়িত মরদেহের চোখ গায়েব! পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চাইলে জানানো হয়, ইঁদুর মরদেহ থেকে চোখ খুবলে নিয়েছে। অবিশ্বাস্য হলেও, আসলেই এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভারতের বিহার রাজ্যের নালন্দা মেডিকেল কলেজ হাসপাতালে।

এসএএইচ/এমএস

Read Entire Article