সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ অক্টোবর ২০২৫

7 hours ago 7

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

শাহজালাল বিমানবন্দরে আগুনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

বাংলাদেশের ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে এই আগুন ছড়িয়ে পড়ে।

কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক নিয়ে আলোচনা চলছে

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য এক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা করছেন। সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে রয়টার্স এমন তথ্য জানিয়েছে।

ঢাকাগামী প্লেনের কলকাতায় অবতরণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন লাগার পরেই ঢাকাগামী কয়েকটি প্লেন বিকল্প রূটে পাঠানো হয়েছে।

ইয়েমেন উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন

ইয়েমেনের উপকূলের কাছে অ্যাডেন উপসাগরে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ আগুন ধরে গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী।

কাতারে আফগানিস্তানের সঙ্গে আলোচনায় বসছে পাকিস্তান

পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা কাতারে বৈঠকে বসতে যাচ্ছেন। আফগানিস্তানে বিমান হামলা চালায় অন্তত ১০ জন নিহত হয় এবং সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর শনিবার (১৮ ক্টোবর) দেশ দুইটির মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে।

পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না ইরান

পরমাণু কর্মসূচিতে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না বলে ঘোষণ দিয়েছে ইরান। ২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার দিন শনিবার (১৮ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে ইরান। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনো ‘কূটনৈতিক সমাধানে অঙ্গীকারবদ্ধ’।

দিল্লিতে রাজ্যসভার এমপিদের বাসভবনে ভয়াবহ আগুন

দিল্লির বিশম্ভর দাস মার্গে অবস্থিত রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। যদিও দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

যুদ্ধবিরতির পরও গাজায় ২৮ জনকে হত্যা করেছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১০

৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে চালানো বিমান হামলায় অন্তত ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

লেবাননে ১১০ কোটি ডলারের বিনিময়ে জামিন পাবেন গাদ্দাফির ছেলে

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কনিষ্ঠ পুত্র হান্নিবাল গাদ্দাফিকে প্রায় এক দশক পর জামিনে মুক্তি দিয়েছে লেবাননের আদালত। তবে জামিন কার্যকর হতে ১১০ কোটি ডলার প্রদান করতে হবে। জামিনে মুক্তি দেওয়া হলেও তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কম্বোডিয়া ফেরত ৬৪ অনলাইন প্রতারককে দক্ষিণ কোরিয়ায় গ্রেফতার

অনলাইনে বিভিন্ন মাধ্যমে প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে কম্বোডিয়া থেকে ফেরত আনা ৬৪ জন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাদের আটক করে দক্ষিণ কোরিয়ার পুলিশ।

এমএসএম/জেআইএম

Read Entire Article