বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার
অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ডলারের দাম সবচেয়ে কমেছে। ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে ডলার। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে ১০ শতাংশের বেশি।
ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। অন্যদিকে ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরাও দাবি করেছে যে, তারা ড্রোন দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে।
ক্যাম্পাসে শিক্ষার্থী ধর্ষণ, উত্তপ্ত কলকাতার রাজনীতি
দক্ষিণ কলকাতার আইন কলেজের ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গে তোলপাড় চলছে। একদিকে যেমন নির্যাতিতা শিক্ষার্থীর জন্য ন্যায় বিচার এবং নারী নিরাপত্তার দাবি জোরালো হয়েছে, তেমনই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার পর কলকাতার আরও একটি কলেজে একই ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিভিন্ন সংগঠন এবং নাগরিক সমাজ।
জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২ এপ্রিল ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডে-এর অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার চেয়ে এটি অনেক বেশি হবে।
জাপানে ‘মেগা ভূমিকম্পের’ আশঙ্কা, ক্ষয়ক্ষতি কমাতে চলছে প্রস্তুতি
জাপান সরকার বলেছে, সম্ভাব্য মেগা ভূমিকম্প মোকাবিলায় আরও অনেক কিছু করতে হবে, যাতে হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো যায়। ভূমিকম্পের ব্যাপারে আগাম নির্ভুলভাবে ভবিষ্যদ্বাণী করা কঠিন হলেও, চলতি বছরের জানুয়ারিতে এক সরকারি প্যানেল জানায়, পরবর্তী ৩০ বছরে নানকাই ট্রাফে বড় ধরনের একটি ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে ৭৫-৮২ শতাংশে দাঁড়িয়েছে।
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানিয়েছে এবং এখন তিনি হামাসকে এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই ঘোষণার মধ্যেই গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন ছিলেন যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করছিলেন।
গুগলসহ যেসব প্রতিষ্ঠান গাজায় ইসরায়েলি গণহত্যায় সহায়তা করছে
অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজের প্রকাশিত প্রতিবেদনটি বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় এক সংবাদ সম্মেলনে উপস্থাপিত হবে। তাতে ৪৮টি করপোরেট প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনক ও অ্যামাজনের মতো সংস্থা। এর বাইরে আরও এক হাজার কোম্পানির একটি ডেটাবেস তৈরি করা হয়েছে।
আইএইএ-কে সহযোগিতা স্থগিত করলো ইরান
বুধবার (২ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা দেয়, মাসুদ পেজেশকিয়ান আইএইএ’র সঙ্গে সহযোগিতা স্থগিত সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন। এক সপ্তাহ আগে ইরানের পার্লামেন্টে আইনটি পাশ হয় ও এতে বলা হয়, ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আইএইএ’র কোনো পরিদর্শক এখন থেকে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারবেন না।
নিউইয়র্ক সিটির আনুষ্ঠানিক মেয়রপ্রার্থী হলেন মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র পদের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রগতিশীল ডেমোক্রেট ও স্টেট অ্যাসেম্বলি সদস্য জোহারান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে জয়ী হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) প্রকাশিত চূড়ান্ত ভোটগণনার ফলাফলে মামদানির ১২ পয়েন্ট ব্যবধানে স্পষ্ট জয় নিশ্চিত হয়।
উত্তরসূরির বিষয়ে যা জানালেন দালাই লামা
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা জানিয়েছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি শতশত বছরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখবেন। দালাই লামা তার ৯০ তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন এই প্রত্যাশা তৈরি হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা ইতোমধ্যে উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন।
এসএএইচ/জিকেএস