বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বিশ্বজুড়ে বেড়েছে সাংবাদিক হত্যা
২০২২-২০২৩ সালে প্রতি চার দিনে একজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। বেশিরভাগ ক্ষেত্রে এসব হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
অমিত শাহকে নিয়ে মন্তব্য, কানাডার কূটনীতিককে তলব
কানাডায় খালিস্তানিদের ওপরে হামলার নেপথ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে। কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসনের এমন বক্তব্য নিয়ে অবশেষে মুখ খুললো ভারত। এ বিষয়ে নয়াদিল্লির কানাডা দূতাবাসের এক কূটনীতিককে তলব করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।
ইউক্রেনে জয়ী না হওয়া পর্যন্ত রাশিয়ার পাশে থাকবে উ. কোরিয়া
ইউক্রেনে জয়ী না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়া রাশিয়ার পাশে থাকবে। শুক্রবার মস্কোয় এই ঘোষণা দেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে।
নির্বাচনের আগে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার খোয়ালেন ট্রাম্প
নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া কোম্পানির শেয়ার দরে বড় ধস নেমেছে। এতে তার সম্পত্তি কমেছে উল্লেখযোগ্য হারে। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস।
তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটির কাছে হিজবুল্লাহর রকেট হামলা
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবে ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটির কাছে রকেট হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যরাত আড়াইটার দিকে হিজবুল্লাহ যোদ্ধারা তেল আবিবের শহরতলীতে অবস্থিত ৮২০০ সামরিক গোয়েন্দা ইউনিটের গ্লিলট ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।
এখনো বরফের দেখা মেলেনি, ১৩০ বছরের রেকর্ড ভঙ্গ
নভেম্বর শুরু হয়ে গেছে। কিন্ত জাপানের আইকনিক মাউন্ট ফুজির চূড়ায় এখনো দেখা মেলেনি বরফের। গত ১৩০ বছরের মধ্যে এমন অবস্থা দেখা যায়নি জায়গাটিতে।
এবারও ট্রাম্প আগাম বিজয় ঘোষণা করলে কী করবে ডেমোক্র্যাটরা?
আর মাত্র কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সে কারণে ব্যস্ত সময় পার করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এদিকে ট্রাম্প যদি এবারের নির্বাচনেও আগেভাগেই নিজেকে জয়ী বলে ঘোষণা করেন তবে তার বিরুদ্ধে কী করা হবে সে বিষয়ে ইতোমধ্যেই পরিকল্পনা করে রেখেছেন ডেমোক্র্যাটরা। খবর রয়টার্সকে।
স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দুই শতাধিক
স্পেনে ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় বিপর্যস্ত বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেলেনসিয়া অঞ্চল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
মধ্যপ্রাচ্যে শান্তি চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আর বেশি সময় বাকি নেই। শেষ সময়ে নিজেদের সবটুকু দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। এদিকে মিশিগানের ডিয়ারবর্ন শহরে আরব আমেরিকান সমর্থকদের সঙ্গে দেখা করে তাদের কথা শুনেছেন ট্রাম্প।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮৪
গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, উত্তর গাজার আবাসিক ভবনে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে ‘নিষ্ঠুর গণহত্যা’ হিসাবে বর্ণনা করা হয়েছে। খবর আল জাজিরার।
এমএসএম/জেআইএম