সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২০ ডিসেম্বর ২০২৪

2 weeks ago 17

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বাংলাদেশ

প্রভাবশালী বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার ২০২৪ খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। জুলাইয়ের নজিরবিহীন ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের স্বৈরশাসনের পতন হওয়ায় এ খেতাব জিতলো দেশটি।

নাইজেরিয়ায় পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফান ফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানায় স্থানীয় পুলিশ।

যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়ানোর বিল পাশে আবারও ব্যর্থ রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত একটি রাষ্ট্রীয় অর্থ বিল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হতে ব্যর্থ হয়েছে। এতে শনিবার (২১ ডিসেম্বর) থেকে দেশটির কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ বলা হয়।

সেপটিক ট্যাংকে পাওয়া দেহাংশের সঙ্গে আনারের মেয়ের ডিএনএ মিলেছে

কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে।

আসাদের পতন রাশিয়ার পরাজয় নয়: পুতিন

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা রাশিয়ার জন্য পরাজয়- এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

ভারত মহাসাগর থেকে শতাধিক রোহিঙ্গা উদ্ধার করলো শ্রীলঙ্কা

ভারত মহাসাগরে মাছ ধরার ট্রলারে ভাসমান অবস্থায় থাকা শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদেরকে উদ্ধার করে শ্রীলঙ্কার একটি বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজাজুড়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১৭৪ জন। শুক্রবার (২০ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রাণালয় এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি

হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন পাকিস্তান যে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা তৈরি করছে তা যুক্তরাষ্ট্রের জন্য উদীয়মান হুমকি। কারণ এ ধরনের ক্ষেপণাস্ত্র দক্ষিণ এশিয়ার বাইরেও হামলা চালাতে সক্ষম হবে।

এমএসএম/এএসএম

Read Entire Article