বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
সিরীয় নেতার জন্য কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার বিরুদ্ধে ঘোষিত এক কোটি মার্কিন ডলারের পুরস্কার প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দামেস্কে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার পর শুক্রবার (২০ ডিসেম্বর) এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের নিকট প্রাচ্যবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ।
জার্মানিতে গাড়ি হামলায় নিহত ২, সৌদি নাগরিক গ্রেফতার
জার্মানির মাগডেবার্গ শহরের একটি ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় দুইজন নিহত এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন সৌদি নাগরিককে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।
আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন তিনি। তার আগে শুক্রবার (২০ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা দিয়েছেন এই রিপাবলিকান নেতা।
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৬
ইয়েমেন থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। শনিবার (২১ ডিসেম্বর) হুথিদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে তেল আবিবের কাছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন।
বোলিভিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৩
বোলিভিয়ার আন্দিজ পর্বতমালার একটি হাইওয়েতে একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। শুক্রবারের (২০ নভেম্বর) ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। খবর এএফপির।
সিরিয়ায় ইসরায়েলবিরোধী বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর গুলি
সিরিয়ার দক্ষিণাঞ্চলের দেরা প্রদেশে মাআরিয়া গ্রামে ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত একজন বিক্ষোভকারী আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মাহের আল-হুসেইন।
সুদানে সংঘাত-অবরোধে নিহত প্রায় ৮০০, জাতিসংঘের উদ্বেগ
সুদানের উত্তর দারফুর রাজ্যের এল-ফাশারে চলমান সংঘাত ও অবরোধে গত মে মাস থেকে ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার টার্ক আরএসএফ (র্যাপিড সাপোর্ট ফোর্সেস)-কে শহরের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
৩২ মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। এই মামলাগুলো মূলত ২৬ নভেম্বরের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত।
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১২
গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে সাতজনই শিশু। ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ওই হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।
কুয়েত সফরে গেলেন নরেন্দ্র মোদী
কুয়েত সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।
পাকিস্তান তালেবানের হামলায় ১৬ সেনা নিহত
আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তান তালেবানের হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের পাশাপাশি আরও পাঁচজন আহত হয়েছেন।
এমএসএম/জেআইএম