বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশি পর্যটক কিছুটা বেড়েছে, আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরা
সূত্র জানিয়েছে, বড়দিন ও ইংরেজি নতুন বছর উপলক্ষে এবার সেভাবে বাংলাদেশি পর্যটক না এলেও কয়েক সপ্তাহ আগের তুলনায় এখন তাদের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে বর্তমানে যারা কলকাতায় আসছেন, তাদের সবারই পুরোনো ভিসা। কলকাতা নিউমার্কেটের ব্যবসায়ী মনোতোষ সরকার জাগো নিউজকে বলেন, আমাদের আশা, বড়দিন ও নতুন বছর উপলক্ষে আরও বেশি বাংলাদেশি পর্যটক এখানে আসবেন।
বাংলাদেশ ইস্যুতে যা বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী
তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, আমরা কোনো দিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি।
ইমরান খানের দলের সঙ্গে আলোচনায় কমিটি গঠন করলেন শাহবাজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের সঙ্গে আলোচনার জন্য জোট সরকারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এর আগে সরকারের সঙ্গে আলোচনার জন্য পিটিআইয়ের প্রতিষ্ঠা ইমরান খান একটি কমিটি গঠন করেছেন। অন্যদিকে, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে ৩২ মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।
নিজেদের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত: জয়শঙ্কর
তিনি বলেন, স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশ্বিক মঙ্গলের জন্য যা যা সঠিক, তা করবো। আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাবো না। ভারত কখনোই তার পছন্দের ওপর অন্যদের ভেটো দেওয়ার সুযোগ দেবে না।
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খালের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে ফিরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প। খালটি দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রর জাহাজগুলো থেকে ‘অন্যায্য’ ফি (শুল্ক ও মাশুল) আদায়ের নিন্দা জানিয়ে এমন হুমকি দেন তিনি।
ফিলিস্তিনি কর্মকর্তার দাবি, গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ৯০ শতাংশ অগ্রগতি
গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় ৯০ শতাংশ অগ্রগতি হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সমঝোতার প্রয়োজন রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন আলোচনায় জড়িত একজন শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা।
রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা, নতুন গ্রাম দখলের দাবি মস্কোর
রাশিয়ার কাজান শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার স্থান মূল যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৯ টা ২০ পর্যন্ত তিন দফায় ড্রোন হামলা হয়।
গাজায় স্কুল ও হাসপাতালে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুল ও দুটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। আল-জাজিরা আরবির খবরে বলা হয়েছে, হাসপাতালগুলোতে হামলার পাশাপাশি ইসরায়েলি বাহিনী মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বেশ কিছু ভবন ধ্বংস করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই শিবিরে এক বিমান হামলায় অন্তত চারজন নিহত হন।
তুরস্কে হাসপাতালের ওপর ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৪
তুরস্কের একটি হাসপাতালের ওপর বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টার। এতে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। প্রাদেশিক গভর্নর জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
ভুলে নিজেদের যুদ্ধবিমানেই গুলি চালালো মার্কিন সেনাবাহিনী
লোহিত সাগরের আকাশে ভুলে নিজেদের যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন দুই পাইলট। কারণ তারা যথাসময়ে যুদ্ধবিমানটি থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন।
এসএএইচ/জিকেএস