সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ অক্টোবর ২০২৫

2 hours ago 4

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি

এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় যাত্রীকে বোর্ডিং পাস দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ট্রাভেল এজেন্টরা। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী যাত্রীদের জন্য নতুন এই নির্দেশনা দিয়েছে সৌদি এয়ারলাইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আফগান সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানে টমেটোর কেজি ৬০০ রুপি

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্ত বন্ধ থাকায় দুই দেশেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হু-হু করে বেড়ে গেছে। বিশেষ করে, পাকিস্তানে টমেটোর দাম পাঁচগুণ পর্যন্ত বেড়ে কেজিপ্রতি ৬০০ রুপি হয়েছ। চলতি মাসে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

ট্রাম্পের নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রে আলোচনার জন্য রাশিয়ার শীর্ষ দূত

‘আনুষ্ঠানিক আলোচনার’ জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাশিয়ার শীর্ষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়েভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞা ঘোষণার মাত্র দুদিন পরেই এই কূটনীতিককে ওয়াশিংটন পাঠালো মস্কো।

জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করলো থাইল্যান্ড

জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করলো থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়। ২০২৬ সালের ২৯ মার্চ দেশটিতে নির্বাচনের ভোটগ্রহণ হবে। দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা পারাদোর্ন প্রিসানানান্তাকুলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এএফপি।

ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে প্রতিক্রিয়া হবে ‘ভয়াবহ’: পুতিন

ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে ‘ভয়াবহ’ প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করলো রাশিয়া। কিয়েভের হাতে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র যেতে পারে- এমন খবরের পর এই হুঁশিয়ারি দিলো ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন, যদি এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত হয়, তবে ‘গুরুতর ও প্রবল প্রতিক্রিয়া’ দেখাবে মস্কো।

সমুদ্রপথে রাশিয়ার তেল কেনা বন্ধ করলো চীন

রাশিয়ার তেল কেনা বন্ধ করলো চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো। শীর্ষ দুই রুশ তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর এই সিদ্ধান্ত নিলো চীনা কোম্পানিগুলো। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) একাধিক বাণিজ্যিক সূত্র এ তথ্য জানিয়েছে।

স্বাধীনতাকামী সব সংগঠনকে জাতীয় সংলাপের আহ্বান জানালো হামাস

স্বাধীনতাকামী সব ফিলিস্তিনি গোষ্ঠীকে জাতীয় সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ফাতাহ প্রতিনিধিদলের চলমান বৈঠকের মধ্যেই বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হামাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

মুসলিমদের নিরাপত্তায় বড় অংকের অর্থ বরাদ্দ দেবে যুক্তরাজ্য

ইসলাম বিদ্বেষী অপরাধ ও হামলা থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষা করতে অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার নিরাপত্তা বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ২০২৫ সালে মুসলিম সম্প্রদায়ের জন্য আগে থেকেই ৩ কোটি ৪ লাখ ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।

ইসরায়েল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ট্রাম্পের কঠোর বার্তা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন বলে পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমটি দুইজন সূত্রের বরাত দিয়ে জানায়, ভ্যান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও নীতির প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেন।

গাজায় ইসরায়েলের ফেলে যাওয়া বোমা সরাতে লাগবে ২০ থেকে ৩০ বছর

দুই বছর ধরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার কারণে গাজা উপত্যকার পুরো এলাকা ‘উন্মুক্ত মাইনফিল্ড’ এ পরিণত হয়েছে। গাজার ভূমি থেকে এসব অবিস্ফোরিত গোলাবারুদ সরাতে অন্তত ২০ থেকে ৩০ বছর সময় লাগতে পারে। মানবাধিকার সংস্থা হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশন গাজাকে একটি ‘ভয়াবহ, অচিহ্নিত মাইনফিল্ড’ হিসেবে বর্ণনা করেছে।

এসএএইচ

Read Entire Article