সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ মে ২০২৫

3 months ago 9

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ
বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তির লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ।

খাবারে পানি মিশিয়ে বেশি দিন চালানোর চেষ্টা গাজাবাসীর, মৃত্যুমুখে শিশুরা
দুই বছর বয়সী মেয়ার, হাসপাতালে একটি বেডে শুয়ে আছে। তার পাঁজরের হাড় বেরিয়ে এসেছে, পেট ফোলা। মেয়ের দুর্বল হাত ধরে শার্ট পরিয়ে দিচ্ছিলেন মা আসমা আল-আর্জা। বেডে শুয়ে হাঁপাতে হাঁপাতে হঠাৎ চিৎকার করে কাঁদতে শুরু করে।

ইউরোপের চাপের মুখে ইসরায়েল, নীরব ট্রাম্প
ইসরায়েলি দৈনিক ‘হারেৎজ’ এই সপ্তাহে তাদের এক শিরোনামে লিখেছে —‘কূটনৈতিক সুনামি আসছে’। পত্রিকাটি সতর্ক করে জানিয়েছে, গাজায় ‘সম্পূর্ণ উন্মত্ততা’র বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপ।

আইফোন যুক্তরাষ্ট্রে তৈরিতে ট্রাম্পের চাপ থাকলেও বাস্তবায়ন কঠিন
যুক্তরাষ্ট্রে অ্যাপলের আইফোন উৎপাদনে বাধ্য করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিচ্ছেন, তা বাস্তবায়নে আইনি ও অর্থনৈতিকভাবে বহু জটিলতা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রোহিঙ্গারা সমুদ্রপথে ঝুঁকি নিচ্ছে: জাতিসংঘ
মিয়ানমার ও বাংলাদেশে ভয়াবহ মানবিক পরিস্থিতি রোহিঙ্গাদের আরও বেশি করে বিপজ্জনক নৌযাত্রায় ঝুঁকি নিতে বাধ্য করছে। এতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের জন্য দুয়ার খুলছে হংকং
যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রেক্ষিতে হংকং ঘোষণা দিয়েছে, তারা আরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ ভিয়েতনামের অর্থনীতি ফুলেফেঁপে উঠলেও আছে উদ্বেগ
ভিয়েতনামের অর্থনীতি দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশের জন্য ঈর্ষার কারণ হতে পারে। গত ১৫ বছরে এটি বার্ষিক গড়ে ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি দেখছে। তারপরেও এটি এখন একটি মৌলিক সংস্কারের জন্য জরুরি অবস্থায় রয়েছে।

পাকিস্তানিদের জন্য ফের সব ধরনের ভিসা চালু করেছে কুয়েত
কুয়েত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে। যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও শ্রমবাজারের গুরুত্বপূর্ণ চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ড. জাফর ইকবাল।

সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানি নিহত
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। দাবি করা হয়েছে, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেননি।

ভারতে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে যৌন অপরাধের প্রবণতা যেভাবে উদ্বেগ বাড়াচ্ছে
ভারতের উত্তর প্রদেশে ১২ বছরের একজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অপ্রাপ্ত বয়স্ক পাঁচজন ছাত্রের বিরুদ্ধে। উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অপ্রাপ্তবয়স্ক যে শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা সপ্তম থেকে নবম শ্রেণির ছাত্র, বয়স ১২ থেকে ১৫-র মধ্যে। ঘটনার ভিডিও করে তা ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

কেএএ/জেআইএম

Read Entire Article