বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়েছে’, বললেন ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান ‘সাহসিকতার সঙ্গে লড়াই করেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি।
ইসরায়েল-ইরান যুদ্ধ কি আসলেই শেষ? ১২ দিনের সংঘাতে কে কী পেলো?
১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর আপাতত থেমে গেছে ইসরায়েল ও ইরানের যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ‘১২ দিনের যুদ্ধ’ নামে অভিহিত করেছেন, সেই সংঘর্ষ শেষ হয়েছে- এমনটাই মনে করা হচ্ছে। তবে যুদ্ধবিরতি টিকবে কি না, তা নিয়ে এখনো দোলাচল রয়েছে।
ট্রাম্পের দাবি মেনে নিলো ন্যাটো, সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মেনে নিয়েছে ন্যাটোর সদস্যরাষ্ট্রগুলো। ২০৩৫ সালের মধ্যে বার্ষিক প্রতিরক্ষা ব্যয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছে তারা।
ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯ হাজার ইসরায়েলির আবেদন
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত সময়ে প্রায় ৩৯ হাজার ইসরায়েলি দেশটির সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মঙ্গলবার (২৪ জুন) এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।
গাজায় যুদ্ধবিরতি ‘খুব কাছে’: দাবি ট্রাম্পের
ইসরায়েল-গাজা যুদ্ধ বন্ধে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গাজায় যুদ্ধবিরতির বিষয়টি ‘খুব কাছে’ এবং শিগগির ‘খুব ভালো খবর’ আসতে পারে।
কাতারের মার্কিন ঘাঁটিতেই কেন হামলা চালালো ইরান?
কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল।
ইরান সংঘাতে যেভাবে হারলো ইসরায়েল
টানা ১২ দিন বিমান হামলা চালিয়ে ইসরায়েল ইরানে কী অর্জন করলো? যুদ্ধবিরতি ঘোষণার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘লক্ষ্য অর্জন হয়েছে।’ কিন্তু বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে তার এ বক্তব্যকে পুরোপুরি বিপরীত মনে হয়।
নিউইয়র্ক সিটির সম্ভাব্য মেয়র ফিলিস্তিনপন্থি মুসলিম তরুণ মামদানি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন স্টেট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি। প্রথম দফার নির্বাচনে নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী এই তরুণ রাজনীতিক।
বসবাসযোগ্য শহরের তালিকায় ৩ ধাপ পিছিয়ে ১৭১তম অবস্থানে ঢাকা
বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় তিন ধাপ পিছিয়েছে ঢাকা। ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৫ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে বাংলাদেশের এই রাজধানী শহর ১৭১ তম অবস্থানে রয়েছে।
কেএএ/জিকেএস