বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
১২ বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে ভারত
ভারতের কারাগারে আটক থাকা বাংলাদেশের ১২ জন জেলেকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মুক্তি দিয়েছে ভারত সরকার। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমায় বিডিও এবং কাকদ্বীপ থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে ডায়মন্ড হারবার মহকুমা থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
বাংলাদেশি পর্যটকের অভাব বুঝতে পারছেন কলকাতার ব্যবসায়ীরা
ধর্ম যার যার, উৎসব সবার। তাই ঈদ কিংবা পূজার মতো বড়দিন এলেও উৎসবমুখর হয়ে ওঠে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গ। রঙিন সাজে সাজানো হয় তিলোত্তমাকে। ধুম পড়ে যায় কেনাকাটার। স্বভাবতই মুখের হাসিটা চওড়া হয় ব্যবসায়ীদের। কিন্তু এবার সেই হাসি যেন অনেকটাই ম্লান। কারণ, এ বছর বাংলাদেশি পর্যটক সেভাবে আসছেন না। তার প্রভাব পড়েছে বড়দিনের বেচাকেনাতেও।
সিরিয়ার কুর্দি যোদ্ধাদের মাটিতে পুতে ফেলার হুমকি এরদোয়ানের
তুরস্ক দীর্ঘদিন ধরে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সম্প্রসারিত অংশ হিসেবে বিবেচনা করে আসছে। বুধবার (২৫ ডিসেম্বর) তুরস্কের সংসদে এরদোয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্র সমর্পন করবে, নাহয় তাদেরকে অস্ত্রসহ সিরিয়ার মাটিতেই পুঁতে ফেলা হবে। তিনি আরও বলেন, আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করবো, যারা তুরস্ক ও কুর্দি জনগণের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে।
ভারতের পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাঁচ রাজ্যের রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত মণিপুর ও মিজোরাম। কারণ দীর্ঘদিন ধরে অস্থিরতা ও সহিংসতার মধ্যে থাকা এই দুটি রাজ্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মোদীর জোট সরকার।
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬
আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি পয়েন্টে বোমাবর্ষণ করেছে পাকিস্তান। এতে মোট মৃতের সংখ্যা ৪৬ জন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
পাকিস্তানে পাল্টা হামলার হুমকি আফগানিস্তানের
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বোমাবর্ষণ করে পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে বুধবার (২৫ ডিসেম্বর) আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোওয়ারাজমি বলেন, আফগানিস্তান এই নৃশংস হামলার ঘটনাকে সমস্ত আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং পরিষ্কার আগ্রাসন বলে মনে করে। ইসলামি আমিরাত আফগানিস্তান এই কাপুরুষোচিত হামলার জবাব দেবে।
ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ
সিরিয়ায় ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনার জের ধরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এতে দেশটির নতুন কর্তৃপক্ষকে সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হচ্ছে। সুকায়লাবিয়াহ শহরের প্রধান চত্বরে ক্রিসমাস ট্রিতে আগুনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত এই শহরটি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ হিসেবে পরিচিত।
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৩০ কোটি ৭০ লাখ ক্ষুধার্ত মানুষের মধ্যে ১১ কোটি ৭০ লাখ মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না। ২০২৪ সালে জাতিসংঘ মানবিক সাহায্যের জন্য ৪ হাজার ৯৬০ কোটি টাকা সংগ্রহের চেষ্টা করলেও মাত্র ৪৬ শতাংশ তহবিল সংগ্রহ করতে পেরেছে।
ট্রাম্পের মন্তব্যের পর গ্রিনল্যান্ডের সুরক্ষায় ব্যয় বাড়াচ্ছে ডেনমার্ক
নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফের গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশের পরপরই এই ঘোষণা দিলো ড্যানিশ সরকার। এই নতুন প্যাকেজে অন্তত ১৫০ কোটি মার্কিন ডলার বরাদ্দ থাকবে। এই তহবিলের মাধ্যমে গ্রিনল্যান্ডে দুটি নতুন পরিদর্শন জাহাজ, দূরপাল্লার দুটি ড্রোন এবং দুটি অতিরিক্ত কুকুর টিম কেনা হবে। পাশাপাশি, নুকে অবস্থিত আর্কটিক কমান্ডের কর্মী সংখ্যা বৃদ্ধি এবং একটি বিমানবন্দর এফ-৩৫ যুদ্ধবিমান পরিচালনার জন্য উন্নত করা হবে।
ক্রিসমাসের দিনে ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা
ক্রিসমাসের দিনে ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। এছাড়া জ্বালানি অবকাঠামোরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।
এসএএইচ/জেআইএম