সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ জুন ২০২৫

2 months ago 7

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় ইসরায়েলের মৃত্যুফাঁদ, ত্রাণ নিতে গিয়ে এক মাসে নিহত ৫৪৯
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অনেকেই খাবারের সন্ধানে বেরিয়েছিলেন বলে জানা গেছে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ প্রতিরক্ষা খাতে ব্যয়বৃদ্ধি কীভাবে বদলে দেবে বিশ্ব অর্থনীতি?
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোট ও আরও কিছু উন্নত দেশ বহু দশক পর আবারও ব্যাপক হারে সামরিক প্রস্তুতির পথে হাঁটছে। ইউক্রেনে যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, তাইওয়ান নিয়ে দ্বন্দ্ব এবং ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত পররাষ্ট্রনীতি—এসবই প্রতিরক্ষায় বড় বাজেট বরাদ্দের তাগিদ সৃষ্টি করেছে।

নিউইয়র্কের সম্ভাব্য মেয়র জোহরান মামদানির বাংলা সংযোগ
নিউইয়র্কের মেয়র নির্বাচনের জন্য ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন দৌড়ে জিতে গোটা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন জোহরান মামদানি। ৩৩ বছরের এই তরুণী রাজনীতিক ভোটের প্রচারণার সময় বিভিন্ন ভাষার সঙ্গে বাংলাতেও একটি ক্যাম্পেইন ভিডিও তৈরি করেছেন।

ট্রাম্পের ‘সবচেয়ে বড় দুঃস্বপ্ন’ এখন মামদানি
একদিকে বিলিয়ন ডলারের সাম্রাজ্য, অন্যদিকে, তৃণমূল থেকে উঠে আসা একজন মুসলিম অভিবাসী। নিউইয়র্কের রাজনীতিতে এখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্পের ধনী-নির্ভর, জাতীয়তাবাদী রাজনীতির বিপরীতে একটি প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্মের প্রবক্তা জোহরান মামদানি।

ইরান এখন কী করবে?
টানা ১২ দিন সংঘাত শেষে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু যে কারণে এই লড়াই, অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়টি কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই: ইরান
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

প্লেন দুর্ঘটনার পর অফিসে পার্টি, এয়ার ইন্ডিয়া ভেঞ্চারের ৪ শীর্ষকর্তা বরখাস্ত
ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনায় দুই শতাধিক প্রাণহানির কয়েকদিনের মাথায় অফিসে পার্টি করে চরম সমালোচনার মুখে পড়েছে এয়ার ইন্ডিয়ার গেটওয়ে সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এআইএসএটিএস। ঘটনার জেরে সংস্থার চার শীর্ষস্থানীয় কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং আরও কয়েকজনকে সতর্ক করা হয়েছে বলে জানা গেছে।

ইমরান খানকে সরাতে ‘মাইনাস ওয়ান ফরমুলা’, নিজ দলের ভেতরেও ষড়যন্ত্র
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ‘সমন্বিত ষড়যন্ত্র’ চলছে বলে অভিযোগ করেছে দলটি। এই ষড়যন্ত্রের সঙ্গে তার নিজ দলের অনেকই জড়িত বলে জানা যাচ্ছে। তবে এ ধরনের তৎপরতা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন পিটিআইয়ের অন্য নেতারা।

পাকিস্তানে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত নদীতে আকস্মিক বন্যায় অন্তত ১৮ জন নিখোঁজ হন, যাদের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া এই আকস্মিক বন্যায় বহু এলাকা প্লাবিত হয়েছে। অর্ধশতাধিক মানুষ এখনো বিভিন্ন স্থানে আটকে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থীর মৃত্যু
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮০ জন। বুধবার (২৫ জুন) দেশটির রাজধানী বাঙ্গুইয়ের একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

কেএএ/এএসএম

Read Entire Article