বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেটসহ দেশের বিভিন্ন অংশে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
গাজা নিয়ে ট্রাম্পের খায়েশ, প্রকাশ করলেন এআই ভিডিও
ভিডিওতে ট্রাম্প একজন স্বল্প পোশাক পরা নারীর সঙ্গে নাচছেন ও নেতানিয়াহুর সঙ্গে সমুদ্র সৈকতে রোদ স্নান করছেন। তাদের হাতে পানীয়। চারপাশে আকাশচুম্বী অট্টালিকা, বিলাসবহুল ইয়ট ও ঝলমলে শহরের দৃশ্য দেখানো হয়েছে।
২০২৪ সালে যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক আশ্রয়ের আবেদন
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৯১ হাজার ৮১১ জন আশ্রয়ের আবেদন করলেও গত বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আট হাজার ১৩৮ জনে। সবচেয়ে বেশি আবেদন করেছেন পাকিস্তানিরা। ১০ হাজার ৫৪২ পাকিস্তানি আবেদন করেছেন, যা মোট সংখ্যার ৯ দশমিক ৭ শতাংশ।
ইইউ নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই জোট গঠন করা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ‘ক্ষতিগ্রস্ত’ করার উদ্দেশ্যে।
ইউক্রেন ন্যাটোতে যোগদানের আশা ছেড়ে দিতে পারে: ট্রাম্প
ইউক্রেন ন্যাটোর সদস্যপদ বা মার্কিন নিরাপত্তা গ্যারান্টির আশা ভুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদ হস্তান্তর বিষয়ে একটি চুক্তি করতে যাচ্ছেন। তার আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
ভারতে টানেল ধসের ৬ দিন, এখনো উদ্ধার হয়নি আটকে পড়া ৮ শ্রমিক
ভারতের তেলেঙ্গানা রাজ্যে টানেল ধসের ঘটনায় ছয়দিন হয়ে গেছে। কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আটকে পড়া আট শ্রমিককে। উদ্ধারকর্মীরা টানেলের ভেতরে থাকা টানেল বোরিং মেশিন ও অন্যান্য বাধাগুলো সরানোর কাজ শুরু করেছেন।
বিদেশি সহায়তা চুক্তির ৯০ শতাংশ বন্ধ করছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বিদেশি সহায়তা চুক্তির ৯০ শতাংশের বেশি বন্ধের কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ৬০ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করতে যাচ্ছে দেশটি।
মার্কিন সাংবাদিকদের কড়া সতর্কবার্তা দিলেন ট্রাম্প
যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নতুন আইন প্রণয়নের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
মিয়ানমারে ভয়াবহ আর্থিক সংকটে কিডনি বিক্রি করছে সাধারণ মানুষ
বেঁচে থাকার মতো সামান্য অর্থও তাদের হাতে নেই। একটু মাথা গোজার ঠাঁই আর সামান্য খাবারের জন্য অনেকেই শরীরের বিভিন্ন অঙ্গ বিক্রির চিন্তা করছেন। দেশটিতে কৃষিকাজ করেন জেয়া। তিনি বলেন, আমি শুধু থাকার জন্য একটি ঘর আর আমার ঋণ পরিশোধ করতে চাচ্ছিলাম। সে কারণেই আমি আমার কিডনি বিক্রির সিদ্ধান্ত নেই।
আমিরাতের গোল্ডেন ভিসা যেভাবে পাওয়া যায়
বিদেশে যারা দীর্ঘদিন বসবাস করতে চান তাদের জন্য গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু রেখেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ১০ বছর বসবাসের সুযোগ নেওয়ার কয়েকটি উপায় রয়েছে। এরই মধ্যে সবচেয়ে জনপ্রিয় উপায় হলো বিনিয়োগ।
এসএএইচ/এমএস