বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইরানে শীর্ষ কমান্ডারদের জানাজায় মানুষের ঢল
ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীসহ প্রায় ৬০ জনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। হাজারো মানুষ কালো পোশাক পরে, ইরানি পতাকা হাতে এবং শহীদদের ছবি বহন করে এই আনুষ্ঠানিকতায় অংশ নেন।
গাজায় ইসরায়েলি হামলায় প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত: হারেৎজের প্রতিবেদন
গাজায় চলমান যুদ্ধে প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা ভূখণ্ডটির মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খামেনির প্রাণ বাঁচিয়েছি, ধন্যবাদ লাগবে না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি ‘খুবই অপমানজনক ও ভয়াবহ মৃত্যু’ থেকে রক্ষা করেছেন। কিন্তু এর জন্য তাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই।
দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ জোহরান মামদানি ট্রাম্পের ‘দুঃস্বপ্ন’ নাকি আশীর্বাদ?
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে চমক দেখিয়েছেন ৩৩ বছর বয়সী মুসলিম, অভিবাসী ও বামপন্থি রাজনীতিক জোহরান মামদানি। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের জন্য যতটা ‘দুঃস্বপ্ন’, ততটাই হয়তো তার জন্য আশীর্বাদ।
পাকিস্তানে ভারী বৃষ্টি-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতের শুরুতেই ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক বহর লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ, যাদের মধ্যে বেসামরিক নাগরিক, স্থানীয় সরকার কর্মকর্তা এবং পুলিশ সদস্যও রয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য জানিয়েছে স্থানীয় নিরাপত্তা ও সরকারি সূত্র।
ক্যাম্পাসে দলবদ্ধ ধর্ষণ, পশ্চিমবঙ্গে ফের প্রশ্নের মুখে নারীর নিরাপত্তা
কলকাতার কসবায় একটি ল কলেজে এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে। গত বছর আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় রাজ্যজুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। আবার একই ধরনের অভিযোগ সামনে আসায় নারীর নিরাপত্তার প্রশ্নটি ফের সামনে এসেছে।
ইউক্রেনের পোকরোভস্ক দখলে মরিয়া রাশিয়া, লক্ষাধিক সৈন্য মোতায়েন
পূর্ব ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক দখলে মরিয়া চেষ্টা করছে রাশিয়া। সেখানে অন্তত ১ লাখ ১০ হাজার রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। শুক্রবার (২৭ জুন) ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি এক বিবৃতিতে এ দাবি করেন।
কানাডার ওপর চটেছেন ট্রাম্প, বন্ধ করলেন বাণিজ্য আলোচনা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বাতিল করেছেন। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো টার্গেট করে কানাডার ডিজিটাল সেবা করকে স্পষ্ট হামলা আখ্যা দিয়ে তিনি আগামী সপ্তাহের মধ্যে কানাডিয়ান পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে হাজার হাজার মানুষ শনিবার (২৮ জুন) ব্যাংককের রাজপথে বিক্ষোভ করেছে। এক সময়ের কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপ ঘিরে রাজনৈতিক অস্থিরতা বাড়ায় এই বিক্ষোভের সূত্রপাত।
কেএএ/জেআইএম