সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ জুন ২০২৫

2 months ago 6

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নতুন করে শত শত পরিবার বাস্তুচ্যুত

গাজায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার কারণে শত শত ফিলিস্তিনি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান পাকিস্তানের

হেগে স্থায়ী আদালতের সম্পূরক রায় ঘোষণার পর ভারতকে সিন্ধু পানি চুক্তি পুরোপুরি এবং আন্তরিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। মে মাস থেকে ভারত এই চুক্তি কার্যকর রাখা থেকে বিরত রয়েছে এবং এখন তা অবিলম্বে পূর্ণরূপে পুনরায় চালু করা উচিত বলে জানিয়েছে পাকিস্তান।

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

যেভাবে যুক্তরাষ্ট্রে ভয়ানক আসক্তির কারণ হয়ে উঠেছে ‘লাফিং গ্যাস’

যুক্তরাষ্ট্রে একসময় দাঁতের চিকিৎসা বা রান্নার উপাদান হিসেবে ব্যবহৃত হওয়া নাইট্রাস অক্সাইড- যা ‘লাফিং গ্যাস’ নামে পরিচিত- এখন ভয়ঙ্কর নেশার বস্তুতে পরিণত হয়েছে। এর সহজলভ্যতা, ফ্লেভারযুক্ত প্যাকেজিং ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘মাতাল হওয়ার’ ভিডিওগুলো তরুণ প্রজন্মকে গভীর আসক্তিতে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নেশা শুধু ক্ষতিকর নয়, বহু ক্ষেত্রে প্রাণঘাতীও।

মেয়র হলে মামদানিকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ‘সম্ভাব্য’ মেয়র জোহরান মামদানিকে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৯ জুন) ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচিত হলে মামদানিকে ‘ভালো ব্যবহার’ করতে হবে, নাহলে নিউ ইয়র্ক সিটির জন্য কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়া হবে।

দক্ষিণ ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, দাবানল ও স্বাস্থ্য সতর্কতা জারি

দক্ষিণ ইউরোপজুড়ে শুরু হয়েছে ২০২৫ সালের গ্রীষ্মের প্রথম বড় তাপপ্রবাহ। ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল ও ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের (১০৪ ফারেনহাইট) বেশি ছাড়িয়ে গেছে, ফলে ব্যাপক স্বাস্থ্য সতর্কতা এবং দাবানলের আশঙ্কা দেখা দিয়েছে।

ইরানের সন্দেহ ইসরায়েল যুদ্ধবিরতি মানবে না, জবাব দিতে প্রস্তুত

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দোররহিম মুসাভি বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি মানবে এ ব্যাপারে ইরান গভীরভাবে সন্দিহান এবং আগ্রাসন পুনরায় শুরু হলে তারা ‘চূড়ান্ত জবাব’ দিতে সম্পূর্ণ প্রস্তুত।

আরও গভীর বন্ধুত্বের প্রতিশ্রুতি উত্তর কোরিয়া-রাশিয়ার

সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। শনিবার (২৮ জুন) উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভা পিয়ংইয়ংয়ে এক বৈঠকে এ কথা বলেন।

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না: ইরাভানি

ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না বলে দাবি করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি। তিনি বলেন, পরমাণু অস্ত্রবিস্তাররোধ চুক্তির অধীনে শান্তিপূর্ণ জ্বালানির উদ্দেশ্যে তাদের এই প্রকল্প অনুমোদিত।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬৮

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার (২৯ জুন) নতুন করে আরও কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে। এর মধ্যে গাজা সিটি এবং উত্তরাঞ্চলের বিভিন্ন অংশে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। বেশ কিছু মেডিক্যাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

এমএসএম/এমএস

Read Entire Article