সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩০ নভেম্বর ২০২৪

1 month ago 16

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গাজায় গত ২৪ ঘণ্টায় ১০০ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭৫ জনই নিহত হয়েছেন উত্তর গাজার দুটি বাড়িতে বিমান হামলার ঘটনায়।

সিরিয়ায় আলেপ্পোর অধিকাংশ এলাকা বিদ্রোহীদের দখলে
সিরিয়ায় আলেপ্পো শহরের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্ররা। এছাড়া, ২০১৬ সালের পর প্রথমবারের মতো শহরটির বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান।

ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা ন্যাটোর আওতায় আসলেই যুদ্ধ শেষ হবে
ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে ন্যাটোর ছায়াতলে নেওয়া হলে যুদ্ধের ‘উত্তপ্ত পর্ব’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ইউক্রেীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি বিজেপি এমপির
একজন দেশের প্রধান, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আর এই অশান্তি সামলাতে পারছেন না? যদি না পারেন তাহলে ছেড়ে দেন। আর তার নোবেল পুরস্কারটি কেড়ে নেওয়া হোক। বাংলাদেশের অন্তবর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ও বিজেপির সংসদ সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কলকাতায় ‘বাংলাদেশি’ গ্রেফতার, নিজেকে বিএনপি নেতা দাবি
বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ-ভারতে। এর মধ্যেই কলকাতার পার্ক স্ট্রিট থেকে গ্ৰেফতার হলেন এক বাংলাদেশি।

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক
নাইজেরিয়ায় নাইজার নদীতে নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে কোগি থেকে পার্শ্ববর্তী নাইজার রাজ্যের একটি খাদ্যবাজারে যাওয়ার সময় দুই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমলো ৬১ বছরের মধ্যে সর্বোচ্চ
শ্রীলঙ্কায় নভেম্বর মাসে ভোগ্যপণ্যের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ। এটি দেশটির গত ৬১ বছরের ইতিহাসে মূল্যস্ফীতি কমার সর্বোচ্চ হার। শনিবার (৩০ নভেম্বর) লঙ্কান সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েত। দেশটির বার্ষিক এইডস ও যৌন রোগবিষয়ক সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম
১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করছে অস্ট্রেলিয়া। দেশটির সংসদে এ সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে পৃথিবীর কঠোরতম আইন।

মোদীর স্মৃতি শক্তিকে বাইডেনের সঙ্গে তুলনা, যা বললেন জয়সওয়াল
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতোই স্মৃতিভ্রংশের অসুখে ভুগছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এমন মন্তব্য করতে শোনা গেছে রাহুল গান্ধীকে। কংগ্রেস নেতার এমন মন্তব্যে অবশেষে প্রতিক্রিয়া জানালো মোদী সরকার।

পি কে হালদারের পরবর্তী হাজিরা ৩ ডিসেম্বর
বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে অভিযুক্ত পি কে হালদারসহ বাকি অভিযুক্তদের ফের আদালতে তোলা হলো। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি কোর্ট-১ বিচারক প্রসন্ন মুখোপাধ্যায়ের এজলাসে তাদের তোলা হয়।

কেএএ/জেআইএম

Read Entire Article