সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ আগস্ট ২০২৫

1 month ago 7

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বলা হলো বাংলাদেশি ভাষা

দিল্লী পুলিশের পক্ষ থেকে চিঠিটি পাঠানো হয়েছে বঙ্গভবনের অফিসার ইনচার্জকে। দিল্লি পুলিশের পাঠানো চিঠিতে লেখা হয়েছে, (যদিও ওই চিঠি জাগো নিউজ যাচাই করেনি)-নয়াদিল্লির লোধা কলোনিতে আটজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া পরিচয়পত্র, জন্ম সার্টিফিকেট, ব্যাংকের বেশকিছু নথিতে ‌‘বাংলাদেশি’ ভাষায় লেখা আছে। বঙ্গভবনের কাছে বাংলাদেশি ভাষার জন্য দক্ষ ট্রান্সলেটর/ইন্টারপ্রেটার চাওয়া হয়েছে।

ট্রাম্পের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের ঘনিষ্ঠতা: ভূরাজনীতিতে নতুন মোড়

মাত্র এক মাস আগে ভারতের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পর গত ১৮ জুন ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর জুলাইয়ের শেষে ট্রাম্প সরকার ভারতের অর্থনীতিকে ‘মৃত’ আখ্যা দিয়ে ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং পাকিস্তানের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়- যা স্পষ্টভাবে পাকিস্তানের কূটনৈতিক জয়ের ইঙ্গিত।

ট্রাম্পের শুল্কে হুমকির মুখে ভারতের রপ্তানি, কী করবে মোদী সরকার?

একজন সরকারি কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসকে বলেন, আমদানি ভর্তুকির শৃঙ্খল থেকে বের হয়ে আসতে হলে ভারতীয় রপ্তানিকারকদের নিজেদের ব্র্যান্ড গড়ে তোলা ও তা প্রচার করা জরুরি। এজন্য রপ্তানি প্রচার পরিষদগুলোর সঙ্গে ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশনের (আইবিইএফ) যৌথ উদ্যোগে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রাশিয়াকে যুদ্ধে অর্থায়ন করছে ভারত, অভিযোগ যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে ভারত অর্থায়ন করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী রোববার অভিযোগ করেছেন যে, ভারত মস্কো থেকে তেল কিনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে কার্যকরভাবে অর্থায়ন করছে। রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র নয়াদিল্লির ওপর চাপ বাড়ানোর পরই এমন অভিযোগ সামনে এলো।

চীন-পাকিস্তানের ‘সিল্ক রোড’ উদ্যোগে যুক্ত হতে চায় ইরান

চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই) উদ্যোগে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। রোববার (৪ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তান ও ইরানের শীর্ষ পর্যায়ের যৌথ বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়। ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সফরসঙ্গী হিসেবে পাকিস্তান সফরে যাওয়া ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী ফারজানে সাদেগ এই প্রস্তাব দেন।

গাজায় অনাহার এবং অপুষ্টিতে ৯৪ শিশুসহ ১৮১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অনাহার এবং অপুষ্টিতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। অবরুদ্ধ এই উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারের কারণে এখন পর্যন্ত ১৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯৪ জনই শিশু।

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৬০০ সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি

চিঠিতে লেখা হয়েছে, আমাদের পেশাগত মূল্যায়ন অনুসারে হামাস আর ইসরায়েলের জন্য কৌশলগত হুমকি নয়। আপনার (ট্রাম্প) প্রতি ইসরায়েলি জনসাধারণের বিপুল আস্থার কারণে আপনি নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। যুদ্ধ বন্ধ করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন, এই দুর্ভোগ থামান।

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, ৭৬ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

ইয়েমেনের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। নিহতদের অধিকাংশই ইথিওপিয়ান নাগরিক বলে জানা গেছে।

বিশ্বজুড়ে বিড়াল নির্যাতনকারীদের ভয়াবহ নেটওয়ার্ক, বর্বর সব কাণ্ড

বিবিসির দেখা ভিডিওগুলো এতটাই ভয়াবহ যে সেগুলো প্রকাশ উপযোগী নয়। এসব ভিডিওতে দেখা যায়, বিড়ালকে পানিতে ডুবিয়ে মারা হচ্ছে, বৈদ্যুতিক শক দেওয়া হচ্ছে। একটি ভিডিওতে একটি খাঁচাবন্দি বিড়ালছানাকে না খাইয়ে রাখলে কত দিন বাঁচবে, তা পরীক্ষা করা হচ্ছে। গ্রুপের সদস্যরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে কষ্ট দীর্ঘায়িত করতে বৈদ্যুতিক শক দিয়ে বিড়ালকে অজ্ঞান ও ফের জাগিয়ে তুলছে। নতুন সদস্যদের উৎসাহ দেওয়া হচ্ছে, যাতে তারা নিজেরা বিড়াল নির্যাতনের ভিডিও বানিয়ে গ্রুপে পোস্ট করেন। এর মাধ্যমে আরও বড় গোপন নেটওয়ার্কে প্রবেশাধিকার দেওয়া হয়।

তরুণীর লাগেজ থেকে দুই বছরের শিশু উদ্ধার

নিউজিল্যান্ডে এক তরুণীর লাগেজ থেকে দুই বছরের একটি মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারী বাসে ভ্রমণ করছিলেন। পুলিশ জানিয়েছে, রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি ছোট শহর কাইওয়াকার একটি বাস স্টপে এই ঘটনা ঘটেছে। এরপরেই ঘটনাস্থলে পুলিশকে ডাকা হয়।

এসএএইচ/জেআইএম

Read Entire Article