বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
হজের কার্যক্রম তদারকিতে মিনায় গেলেন মোহাম্মদ বিন সালমান
হাজিদের জন্য প্রদত্ত সেবা ও সুবিধাসমূহ তদারকি করতে মিনায় গেলেন সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষে তিনি সেখানে যান। এ বছর প্রায় ২০ লাখ হজযাত্রী জড়ো হয়েছেন আরাফাতের ময়দানে।
বাণিজ্য উত্তেজনার মধ্যে ট্রাম্প-শি জিনপিংয়ের ফোনালাপ
বাণিজ্য উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলেছেন। এর লক্ষ্য ছিল পারস্পরিক শুল্ক আরোপ সংক্রান্ত উত্তেজনা নিরসন।
যুদ্ধ বন্ধে পুতিনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান পোপ লিওর
প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও। এতে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ‘ইতিবাচক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান। এক বিবৃতিতে ভ্যাটিকান এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ‘শর্তহীনভাবে’ সমর্থনের অঙ্গীকার কিমের
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইউক্রেন যুদ্বে রাশিয়াকে শর্তহীনভাবে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। পাশাপাশি আশা প্রকাশ করেছেন যে মস্কো এই যুদ্ধে বিজয় অর্জন করবে। বৃহস্পতিবার (৫ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছেন।
হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লক্ষাধিক বিদেশি হজযাত্রী
চলতি বছর হজ পালনের জন্য ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি। তবে এবার সৌদির স্থানীয় হজযাত্রীর সংখ্যা কতজন, তা জানানো হয়নি।
কলকাতার হাটে দুম্বা-খাসির আধিক্য, দামে হতাশ ব্যবসায়ীরা
পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। তার আগে জমে উঠেছে কলকাতার পশুর হাটগুলো। তবে নাখোদা মসজিদের সংলগ্ন এলাকায় অস্থায়ী পশুহাটে কোনো গরু দেখা যায়নি। সেখানে কেবল দুম্বা ও খাসি বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (৫ জুন) জাকারিয়া স্ট্রিটের এই অস্থায়ী হাটে কোরবানির পশু কেনার জন্য ধর্মপ্রাণ মুসলিমদের আনাগোনা দেখা গেছে।
ইব্রাহিম ট্রাওরে কেন আলাদা: বুরকিনা ফাসোর তরুণ নেতার গল্প
বুরকিনা ফাসোর অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে আজকের আফ্রিকায় এক আলাদা ধরনের নেতৃত্বের প্রতীক। তিনি শুধু ক্ষমতাসীন নেতা নন, বরং এমন এক আদর্শ ও দর্শনের প্রতিফলন, যা দেশটিকে নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক শোষণ থেকে মুক্ত করার লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ। তার নেতৃত্বে বুরকিনা ফাসো নতুন দিকনির্দেশনা পাচ্ছে, যা শুধু দেশটিকেই নয়, সমগ্র আফ্রিকা মহাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকেও প্রভাবিত করছে।
যুক্তরাষ্ট্রে ১২ দেশের নাগরিকদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে ১২টি দেশের নাগরিকদের জন্য পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি আরও সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
লিবিয়ায় মিলিশিয়া নিয়ন্ত্রিত এলাকায় গণহত্যার ইঙ্গিত, তদন্ত চায় জাতিসংঘ
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে সশস্ত্র মিলিশিয়া নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে কয়েক ডজন মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। নিহতদের মধ্যে কিছু মরদেহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল, কিছু ছিল হাসপাতালের সংরক্ষিত ফ্রিজে, আর কিছু মাটিচাপা অবস্থায় পাওয়া গেছে।
এসএএইচ/জেআইএম

 4 months ago
                        76
                        4 months ago
                        76
                    








 English (US)  ·
                        English (US)  ·