সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৫ ডিসেম্বর ২০২৪

1 month ago 26

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

এবার পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক তিনজনকে নিজেদের সদস্য দাবি করেছেন বজরং দলের একজন নেতা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিনজনকে আটক করা হয়েছে।

৪ বাংলাদেশিকে গ্রেফতারের পর ফেরত দিলো আসাম পুলিশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা থেকে এক শিশুসহ অন্তত ৪ বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই তথ্য জানায় আসাম পুলিশ। অবশ্য পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড কার্যকর

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। চলতি বছর দেশটিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩ শতাধিক মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন করে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে দেশটিতে মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বার্ষিক সর্বোচ্চের রেকর্ড ছাড়িয়ে গেছে।

বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলেন ত্রিপুরার হোটেল মালিকরা

বাংলাদেশি নাগরিকদের ওপর জারি করা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন (এটিএইচআরওএ) নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে।

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

অ্যামনেস্টির পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের নিষিদ্ধ পাঁচটি কাজের মধ্যে অন্তত তিনটি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যার মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা এবং ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে তাদের জীবনযাত্রাকে মানবেতর করে তুলেছে।

হোটেল-রেস্তোরাঁয় গরুর মাংস নিষিদ্ধ করলো আসাম, বিরোধীদের ক্ষোভ

ভারতের আসাম রাজ্যের সব হোটেল, রেস্তোরাঁ ও উন্মুক্ত স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে গরুর মাংস খাওয়ার আইন সংশোধন করে নতুন বিধি অন্তর্ভুক্ত করা হয়।

চেন্নাইয়ে বাংলাদেশ-বিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৫০০

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করার সময় ভারতের চেন্নাইয়ে অন্তত ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১০০ জন নারীও রয়েছেন। এই প্রতিবাদে অংশ নেন বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুনানি এবং অন্যান্য হিন্দু সংগঠনের সদস্যরা।

বাংলাদেশি রোগী বয়কটের বিরোধিতা করলো ভারতীয় চিকিৎসক সংগঠন

বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার ব্যাপারে জেএন রায় হাসপাতালের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলো ভারতের চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমে)। বুধবার (৩ ডিসেস্বর) সংবাদ সম্মেলন করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনোভাবেই ভারতে আসা বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করা যাবে না।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিমা কোম্পানির সিইও’কে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম স্বাস্থ্যবিমা কোম্পানি ইউনাইটেডহেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে পুলিশ। স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে ম্যানহাটনের মিডটাউনে নিউ ইয়র্ক হিলটন হোটেলের কাছে হামলার শিকার হন থম্পসন। তিনি স্যুট ও টাই পরিহিত অবস্থায় তার কোম্পানির বিনিয়োগকারীদের এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন।

গাজার ‘সেফ জোনে’ ইসরায়েলি হামলা, ‘পুড়ে ছাই’ নারী-শিশুসহ ২০ জন

অবরুদ্ধ গাজা উপত্যকার আল-মাওয়াসি এলাকার তথাকথিত ‘সেফ জোন’ বা নিরাপদ অঞ্চল লক্ষ্য করে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় নারী ও শিশুরা ‘পুড়ে ছাই’ হয়ে গেছে।

এসএএইচ/জেআইএম

Read Entire Article