বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজায় ইসরায়েলি গণহত্যা: বৈশ্বিক ধর্মঘটের ডাক
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। রোববার (৬ এপ্রিল) ওয়াফা নিউজের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারে ভূমিকম্পের পর ৮৯ আফটারশক অনুভূত
মিয়ানমারে গত মাসের শেষ নাগাদ একটি শক্তিশালী ভূমিকম্পে তিন হাজারে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ওই ভূমিকম্পের পর এ পর্যন্ত মোট ৮৯টি আফটারশক (পরাঘাত) অনুভূত হয়েছে দেশটিতে।
গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল
অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৩ মার্চ দক্ষিণ গাজায় জরুরি বিভাগের ওই কর্মীদের হত্যা করা হয়। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের সৈন্যরা ভুল করে তাদের ওপর হামলা চালিয়েছে। খবর বিবিসি, আল জাজিরা।
১৪ দেশের ওপর সৌদি ভিসায় বিধি-নিষেধ
১৪টি দেশের জন্য ভিসার ক্ষেত্রে সাময়িক বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। হজের মৌসুমকে কেন্দ্র করে এই বিধিনিষেধ জারি করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। বেশ কিছু সূত্র জানিয়েছে, ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর এই বিধিনিষেধ প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। সরকারকে ঢেলে সাজানো এবং প্রেসিডেন্টের কর্তৃত্ব সম্প্রসারণের জন্য দ্রুত পদক্ষেপ শুরুর পর থেকে একদিনের মধ্যে এটাই সবচেয়ে বৃহত্তম বিক্ষোভে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।
এক সপ্তাহে সৌদিতে ১৮ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
সৌদি আরবে এক সপ্তাহে ১৮ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি শনিবার জানিয়েছে, বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য এক সপ্তাহে ১৮ হাজার ৪০৭ জনকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ।
গাজায় ১৫ স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল
অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ জন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৩ মার্চ দক্ষিণ গাজায় জরুরি বিভাগের ওই কর্মীদের হত্যা করা হয়। ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে যে তাদের সৈন্যরা ভুল করে তাদের ওপর হামলা চালিয়েছে। খবর বিবিসি, আল জাজিরা।
১৪ দেশের ওপর সৌদি ভিসায় বিধি-নিষেধ
১৪টি দেশের জন্য ভিসার ক্ষেত্রে সাময়িক বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব। হজের মৌসুমকে কেন্দ্র করে এই বিধিনিষেধ জারি করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। বেশ কিছু সূত্র জানিয়েছে, ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর এই বিধিনিষেধ প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অর্থহীন’ আলোচনা প্রত্যাখ্যান করলো ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার সম্ভাবনাকে অর্থহীন বলে বর্ণনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তিনি এমন কথা জানালেন।
দ. কোরিয়ায় দমকলের হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
দক্ষিণ কোরিয়ায় দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) দেশটির দায়েগু শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। পাহাড়ি এলাকায় আগুন নেভানোর কাজ করার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর এএফপির।
গাজায় অব্যাহত হামলায় ‘দমবন্ধ’ পরিস্থিতি
গাজায় প্রাণঘাতী ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচারে হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। গত ১২ ঘণ্টায় যে হামলা চালানো হয়েছে তার অধিকাংশই খান ইউনিসে। সেখানে শিশু ও নারীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।
এমএসএম