‘সংখ্যালঘুদের ঘর-বাড়ি-সম্পদ রক্ষায় বিএনপি পাশে ছিল’

5 hours ago 9

৫ আগস্টের পর তারেক রহমানের নির্দেশে বিএনপির কর্মীরা সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও সম্পদ পাহারা দিয়েছিল বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্যও। 

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ও চরমোনাই ইউনিয়নের পৃথক দুটি কীর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। 

এ সময় আবু নাসের বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপত্তায় দিনযাপন করে। অথচ বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের দোসররা হিন্দু সম্প্রদায়ের সাড়ে ৩ হাজার বসতঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। যা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরে নথিভুক্তও রয়েছে। এ ছাড়া ওইসব ঘটনায় আওয়ামী সন্ত্রাসীরা জড়িত বলে প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। 

আবু নাসের আরও বলেন, দেশের কক্সবাজার ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমাগত হামলার পিছনেও আওয়ামী লীগের দোসররা প্রত্যক্ষভাবে জড়িত বলে পুলিশের তদন্তে উঠে আসে। 

তিনি বলেন, কোনো বিশেষ ধর্মের লোকেরা তারা কোনো বিশেষ দলের হতে পারে না। তারা  ভোটের অধিকার পেলে তাদের পছন্দ মতো ভোট প্রদান করবেন। আগামী দিনে সব ধর্মের লোকেরা নির্ভয়ে যে দলকে ইচ্ছা সে দলকেই ভোট দিতে পারবে। 

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ধর্মীয় সংখ্যালঘু পরিবারগুলো নিরাপদে থাকে। তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হয়। আগামীতে ক্ষমতায় গেলে সনাতন ধর্মাবলম্বীদের জীবনমান উন্নয়নে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপি। 

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি পলাশ সোমাদ্দার, সহসভাপতি বিজয় মাস্টার, সাধারণ সম্পাদক মিলন গোলদার, কোষাধ্যক্ষ উজ্জ্বল  মিস্ত্রী, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক মোশারেফ হোসেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ আমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, চরমোনাই শ্রী শ্রী হরি বাড়ুর সেবা আশ্রম মন্দিরের সভাপতি রাদেস্মম রায়, সাধারণ সম্পাদক অনুব বসু প্রমুখ।

Read Entire Article