সংঘর্ষের শঙ্কা, পাক ও আফগান সমর্থকদের মধ্যে গ্যালারি ভাগাভাগি

1 month ago 8

এশিয়া কাপের আগে আগস্ট-সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। তিন দেশের লড়াই হলেও ছদ্মবেশে এটি মূলত আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ।

সম্প্রতি ক্রিকেটে আফগানিস্তান ও পাকিস্তান দ্বৈরথ নতুন উত্তেজনা তৈরি করেছে। মাঠে এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই উত্তেজনার পারদ চড়া। অতীতে উভয় দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

উত্তেজনা ও সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম কর্তৃপক্ষ। কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য পাকিস্তানি ও আফগান সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা স্ট্যান্ড ও প্রবেশপথ নির্ধারিত করেছে সংস্থাটি।

সংগঠকরা নিশ্চিত করেছেন, এবার টিকিট বিক্রি হবে জাতীয়তা অনুযায়ী সীমিতভাবে। পুরো টুর্নামেন্টে সমর্থকদের জন্য নির্ধারিত আসন বরাদ্দ থাকবে। শারজাহ স্টেডিয়ামের ধারণক্ষমতা ১৬,০০০।

পাকিস্তান ও আফগানিস্তান এখন পর্যন্ত মোট ৭টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান চারটিতে, আর আফগানিস্তান জিতেছে তিনটিতে।

এই ত্রিদেশীয় সিরিজটি শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ হিসেবে পরিকল্পিত ছিল। তবে পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাব দেয় এটিকে ত্রিদেশীয় সিরিজে রূপান্তর করার। যাতে এশিয়া কাপের আগে তিন দলই ভালো প্রস্তুতির সুযোগ পায়।

এই সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান।

প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে, ৭ সেপ্টেম্বর।

এমএইচ/এএসএম

Read Entire Article