সংযোগ বিচ্ছিন্নকালে তিতাস কর্মচারীদের ওপর হামলা, আহত ৫

16 hours ago 6

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিল। বুধবার সেখানে তিতাসের কর্মকর্তারা অভিযান চালালে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কর্মকর্তাদের ওপর হামলায় চালায়। এরপর সোনারগাঁ থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আহতরা হলেন, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী ও ইমু মিয়াসহ পাঁচজন।

এ বিষয়ে তিতাসের মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার সাহা জানান, ওই এলাকায় প্রায় এক কিলোমিটার গ্যাস সংযোগ লাইনের পাইপ তুলে ফেলা হয়। একপর্যায়ে ওই এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে হামলা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি।

মো. আকাশ/আরএইচ/এমএস

Read Entire Article