সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার

3 months ago 13

কুমিল্লা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিনা ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১০ মে) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।

তিনি জানান, কুমিল্লা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী।

সেলিনা ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন।

টিটি/কেএসআর

Read Entire Article