সংসদ নির্বাচনের আগে মৌলিক সংস্কার হতে হবে: রাশেদ প্রধান

2 months ago 5

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সংসদ নির্বাচনের আগে মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার করতে হবে।

শুক্রবার (২০ জুন) দুপুরে পঞ্চগড় জেলা জাগপা আয়োজিত ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনের ফলাফল আওয়ামী লীগ এবং ভারত থেকে পূর্ব নির্ধারিত ছিল। তাই দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে রয়েছে। এ কারণে উৎসবমুখর নির্বাচন প্রয়োজন, লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত।

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে রাসেদ প্রধান বলেন, ভারতের ক্রমাগত পুশ ইন আশঙ্কাজনক। দিল্লির সেবাদাস ফ্যাসিস্ট হাসিনা গদি হারিয়ে দেশকে ভারতের করদ রাজ্য বানাতে না পেরে হিন্দুস্থান পুশ ইনের আশ্রয় নিয়েছে।

জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সিনিয়র সহ সভাপতি মফিদার রহমান, সহ সভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুব জাগপার আহ্বায়ক কামরুজ্জামান কুয়েত, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এএইচ/এএসএম

Read Entire Article