সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা
রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক বিচারক। তার কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি চশমাও ছিনিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অরুনাভ চক্রবর্তী একজন সিনিয়র জেলা ও দায়রা জজ। পুলিশ সূত্রে জানা গেছে, বিচারক অরুনাভ চক্রবর্তী রাতে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হুমকি-ধমকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে বিচারকের রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নিয়েছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আটকে অভিযান চলমান। টিটি/একিউএফ
রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক বিচারক। তার কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি চশমাও ছিনিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অরুনাভ চক্রবর্তী একজন সিনিয়র জেলা ও দায়রা জজ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিচারক অরুনাভ চক্রবর্তী রাতে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হুমকি-ধমকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে বিচারকের রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নিয়েছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আটকে অভিযান চলমান।
টিটি/একিউএফ
What's Your Reaction?