আর একটা বছর পার করলেই প্রেম ছুঁয়ে যেতো বিবাহিত জীবনের মাইল ফলক। কিন্তু সেটি আর হলো না। চলতি মাসের ১৬ জুন ব্যবসায়ী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন সুকণ্ঠী দিলশাদ নাহার কনা।
বুধবার (২৫ জুন) রাত ১০টা ৫০ মিনিটে এমনটাই জানান কনা। তবে তার আগেই জোর গুঞ্জন উঠেছিলো কনার সঙ্গে গিটারিস্ট শাহরিয়ার সাঈদের প্রেমের খবর। সেই গুঞ্জনই যেন সত্যি হয়ে উঠলো... বিস্তারিত