পপ তারকা জাস্টিন বিবারের একটি ছবি স্যেশাল মিডিয়ায় ছাড়য়ে পড়েছে। বিবারের কঙ্কালসার চেহারা, গাল ভেঙে গেছে, কোটরাগত চোখের দৃষ্টি শূন্য এমন ছবি দেখে বোঝাই যাচ্ছে, গায়ক শারীরিক এবং মানসিক দিক থেকে বিপর্যস্ত। কিন্তু বিবারের মতো একজন পপ তারকার কেন এই হাল! এ প্রশ্নের উত্তর জানতে গায়কের বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর শুরু করে সংবাদমাধ্যগুলো।
জানা যায় একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়,... বিস্তারিত