সংসার ভাঙল মোনালি ঠাকুরের

2 hours ago 3

শোবিজ তারকাদের প্রেম কিংবা দাম্পত্য জীবন যেন তাসের ঘরের মতো ভেঙে যেতে সময় লাগে না। ভালোবেসে বিয়ে করেও কয়েক বছর না যেতেই শোনা যায় বিচ্ছেদের খবর। সেই তালিকায় নাম লিখিয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরও। চুপিসারে বিদেশি প্রেমিককে বিয়ে করেও যেন টেকাতে পারলেন না সেই সংসার।

করোনা মহামারির সময় মোনালি ঘোষণা দিয়েছিলেন তিন বছর আগেই বিয়ে করেছেন তিনি। তার স্বামী মাইক রিচটার হলেন একজন সুইজারল্যান্ডের রেস্তোরাঁর মালিক। এতদিন বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন দুজন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর মোনালির মায়ের মৃত্যু সময় থেকেই দুজনের মধ্যে ফাটল স্পষ্ট হয়ে ওঠে। মোনালি তার স্বামী মাইকের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। লং ডিসটেন্স বিয়ের কারণে তাদের দাম্পত্য জীবনে দূরত্ব চলে এসেছে, আর যে কারণে দুজনেআলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে গায়িকা ইনস্টাগ্রামে তার স্বামী মাইককে আনফলো করে দিয়েছেন। দুজনের মধ্যে এখন কথাবার্তাও হয় না। খুব শিগগির তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এই দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, কয়েক বছরে তাদের সম্পর্কে অনেক পরিবর্তন হয়েছে। দম্পতি হিসেবে এখন আর কেউ তাদের নিয়ে কথা বলে না। দুজনের একসঙ্গে হওয়ারও আর সম্ভাবনা নেই।

২০২০ সালে মোনালি জানান, একটি ট্রিপে ঘুরতে গিয়ে মাইকের সঙ্গে পরিচয় হয় তার। সেখান থেকেই প্রেম, এরপর বিয়ে। তবে সেই বিয়ে টিকল না খুব বেশি দিন।

Read Entire Article