মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা বিয়ে করেন গত বছর আজকের দিনে। সংসার জীবনের এক বছর শেষ করে দ্বিতীয় বছরে পা রেখেছেন এই শিল্পী দম্পতি। কেমন কাটলো তাদের এই সময়টা? কীভাবে তারা কাটালেন প্রথম বিবাহবার্ষিকী?
গত বছর মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘নয়া মানুষ’। ছবির নির্মাণশৈলী ও অভিনয়ে প্রশংসা কুড়িয়েছে ক্যামেরার সামনে ও পেছনের পুরো টিম। অন্যদিকে নতুন করে আলোচনায় এসেছেন মৌসুমী হামিদ। নানান রকম চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ হাতছানি দিচ্ছে তাকে।
লাক্স তারকা হওয়ার পর থেকে নাটক ও সিনেমায় কাজ করে যাচ্ছেন মৌসুমী হামিদ। সংসার শুরু করেছেন যার সঙ্গে, তিনিও লেখালেখি ও নাটক নির্মাণের সঙ্গ যুক্ত। বিবাহবার্ষিকীতে তিনি যুক্ত হয়েছেন রান্নার কাজে। এ দিন মৌসুমীকে রান্নাঘরে যেতে দিতে রাজি হননি রানা। স্ত্রীর জন্য নিজ হাতে তিনি রেঁধেছেন পোলাও আর গরুর মাংস।
কীভাবে কাটলো আজ দিনটা? জানতে চাইলে মৌসুমী হামিদ জাগো নিউজকে বলেন, ‘সারাদিন বাসায় ছিলাম। নিজেদের মতো করে দিনটা উদযাপন করেছি। আজ যখন রান্না করতে যেতে চাইলাম, রানা তো কিছুতেই যেতে দেবে না। সে আজ আমাকে রান্না করে খাইয়েছে। গতকাল বোনের মেয়ের বিয়ে ছিল। সেখানে অনেক কাজ করতে হয়েছে। তাই আজ রানা বলতেই রাজি হয়ে গেলাম, মূল রান্নাটা সেইই করলো। আমি অবশ্য একটা সবজি রেঁধেছি।’
গত এক বছর সংসার কেমন কাটলো? মৌসুমী বলেন, ‘এই যে বললাম, এভাবেই। সাধারণ মানুষের মতোই আমাদের জীবনযাপন। কাজ, সংসার নিয়ে আমরা ভালোই আছি। সারা বছর কোনো না কোনো জায়গায় ভ্রমণ করি। এভাবেই চলে যাচ্ছে।’
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন মৌসুমী হামিদ। শিগগিরই ‘বিশ্বাস বনাম সরকার’ নামের এক ধারাবাহিকে দেখা যাবে তাকে।
এমআই/আরএমডি