সচিবালয়ের সংস্কারবিরোধী আমলাদের অপসারণ ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘জুলাই বিপ্লবী ছাত্র-জনতা’। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আব্দুল গণি রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৬ মে) গণমাধ্যমে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেল।
তিনি জানান, আগামীকাল জুলাই-আগস্টের সব বিপ্লবী ভাই-বোন, কমরেডদের আহ্বান, চূড়ান্ত লড়াই শুরু হতে যাচ্ছে। জুলাইয়ের আকাঙ্ক্ষায় ব্র্যান্ড নিউ বাংলাদেশ আমরা আনবই ইনশাআল্লাহ!
তিনি বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য জালিম আমলাতন্ত্রের উৎখাত এবং জনগণপন্থি ও সেবাধর্মী নতুন সরকার যন্ত্র নির্মাণ।’
এদিকে, ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। দুপুর আড়াইটার দিকে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন তারা।
এ সময় মঙ্গলবার (২৭ মে) আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন মিলে 'বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম' নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

                        5 months ago
                        17
                    








                        English (US)  ·