‘সকলেই নিরাপদে থাকুন, পরস্পরের খেয়াল রাখুন’

4 hours ago 3

ভয়াবহ দাবানলে গত ছয় দিন ধরে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নিলেও এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা। অনুমান করা হচ্ছে, আগুনে এখন পর্যন্ত ১৫০ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দাবানলে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। আগুনে মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এরইমধ্যে হলিউডের বহু তারকার বাড়ি পুড়ে গেছে। এবার এই তালিকায় নাম এসেছে পপ তারকা ডুয়া লিপার। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই গায়িকা। খবর: ডেইলি মেইল 

ভিডিওতে দেখা যায় ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলস শহর ধোঁয়ায় ঢেকে গেছে। চারিদিকে আগুন আর আগুন। সপ্তাহ খানেক আগে কোথায় কি ছিল তার কিছুই বোঝা যাচ্ছে না। এমন একটি ভিডিও শেয়ার করে এই গায়িকা লিখেছেন, ‘যারা অর্থ প্রদান করতে চান অথবা আশ্রয় দিতে চান গৃহহারাদের, তাদের জন্য আমি কয়েকটি লিঙ্ক সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছি। আমি নিরাপদে আছি। নিজের ব্যবস্থা করে নিয়েছি। এই কঠিন সময়ে যারা লড়াই করছেন, তাদের জন্য ভালোবাসা পাঠালাম। সকলেই নিরাপদে থাকুন। পরস্পরের খেয়াল রাখুন।’

২০২০ সালে বেভার্লি হিলস্‌-এ বিলাসবহুল বাড়ি কিনেছিলেন ডুয়া। লেলিহান দাবানলের আঁচ পড়েছে সেই বাড়ির ওপরে। নিরাপত্তার জন্যই তাকে সেই বাড়ি ছেড়ে চলে আসতে বলা হয়।

এখন পর্যন্ত ডেমি মুর, অ্যান্থনি হপকিনস্‌, প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ক্যামেরন ম্যাথেসন-সহ বহু তারকার বাড়ি পুড়ে ছাই হয়েছে এই দাবানলে।

Read Entire Article