সঙ্গীর সঙ্গে গসিপ করার উপকারও আছে

কখনো কি ভেবে দেখেছেন – দিন শেষে বাড়ি ফিরে আমরা সারদিনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে সঙ্গীর সঙ্গে গসিপ করি কেন? গসিপ, সমালোচনা বা চর্চা – শব্দগুলোর সঙ্গে একটু নেতিবাচকতা আছে ঠিক, কিন্তু সঙ্গীর সঙ্গে একটু নিরীহ গসিপের উপকারও আছে! চলুন জেনে নেই গবেষণা কী বলে – গবেষণা যা বলে আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের মধ্যে সুখী সম্পর্ক গড়তে চান, তারা সাধারণত একে অপরের সঙ্গে গসিপ করে থাকেন। এই গবেষণায় বলা হয়, গসিপ বা আলোচনা করার মাধ্যমে যুগলরা একে অপরের সঙ্গে আরও বেশি যোগাযোগ তৈরি করে এবং তাদের মধ্যে বিশ্বাস বাড়ে। যখন দুইজন মানুষ একসঙ্গে ছোট ছোট গল্প বা গোপন কথা শেয়ার করে, তখন তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা খুবই শক্তিশালী, কারণ এতে করে তারা একে অপরের আরও কাছাকাছি আসে। কেন গসিপ সম্পর্কের জন্য ভালো?তাহলে এই গসিপ বা আলোচনা আসলে কীভাবে সম্পর্ককে এগিয়ে দেয়? গবেষকরা বলছেন, এর কিছু কারণ রয়েছে - ১. বিশ্বাস বাড়ে: যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু গোপন বা ব্যক্তিগত বিষয় শেয়ার করেন, তখন তার প্রতি আপনার আস্থা বাড়ে। ২. আনন্দ ও হাসি আসে: গসিপ বা মজার গল্প শেয়ার

সঙ্গীর সঙ্গে গসিপ করার উপকারও আছে

কখনো কি ভেবে দেখেছেন – দিন শেষে বাড়ি ফিরে আমরা সারদিনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে সঙ্গীর সঙ্গে গসিপ করি কেন?

গসিপ, সমালোচনা বা চর্চা – শব্দগুলোর সঙ্গে একটু নেতিবাচকতা আছে ঠিক, কিন্তু সঙ্গীর সঙ্গে একটু নিরীহ গসিপের উপকারও আছে! চলুন জেনে নেই গবেষণা কী বলে –

গবেষণা যা বলে

আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের মধ্যে সুখী সম্পর্ক গড়তে চান, তারা সাধারণত একে অপরের সঙ্গে গসিপ করে থাকেন। এই গবেষণায় বলা হয়, গসিপ বা আলোচনা করার মাধ্যমে যুগলরা একে অপরের সঙ্গে আরও বেশি যোগাযোগ তৈরি করে এবং তাদের মধ্যে বিশ্বাস বাড়ে।

যখন দুইজন মানুষ একসঙ্গে ছোট ছোট গল্প বা গোপন কথা শেয়ার করে, তখন তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা খুবই শক্তিশালী, কারণ এতে করে তারা একে অপরের আরও কাছাকাছি আসে।

কেন গসিপ সম্পর্কের জন্য ভালো?
তাহলে এই গসিপ বা আলোচনা আসলে কীভাবে সম্পর্ককে এগিয়ে দেয়? গবেষকরা বলছেন, এর কিছু কারণ রয়েছে -

১. বিশ্বাস বাড়ে: যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু গোপন বা ব্যক্তিগত বিষয় শেয়ার করেন, তখন তার প্রতি আপনার আস্থা বাড়ে।

২. আনন্দ ও হাসি আসে: গসিপ বা মজার গল্প শেয়ার করলে মন ভালো থাকে, মনোযোগ বাড়ে। এই সব ছোট ছোট মুহূর্তই সম্পর্ককে শক্তিশালী করে।

৩. সামাজিক সংযোগ: একসঙ্গে গসিপ করার সময় আপনি আরও বেশি একে অপরের কাছাকাছি আসেন, বন্ধুত্ব বা প্রেমের বন্ধন আরও দৃঢ় হয়।

তবে সাবধান!

অবশ্যই মনে রাখতে হবে, সব গসিপ ভালো নয়। নেতিবাচক বা ক্ষতিকর গসিপ সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। তাই, যতটা সম্ভব ইতিবাচক বা হাস্যরসের গসিপ করতে হবে, যা দুজনের সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে।

তাই আপনি এবং আপনার সঙ্গী যদি একসঙ্গে হাসি-ঠাট্টা বা গসিপ করতে পছন্দ করেন, তাহলে জানিয়ে রাখি – এটা সম্পর্কের জন্য ভালো। গবেষণায় এমনটাই দেখা গেছে। কাজেই, পরবর্তী বার যখন আপনি আপনার প্রেমিক বা প্রিয়জনের সঙ্গে বসে মজার গল্প বা গসিপ করবেন, তখন ভাববেন না যে এটা শুধু বিনোদন।

সূত্র: জার্নাল অব সোশ্যাল অ্যান্ড পার্সোনাল রিলেশন্সিপস; ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিসার্চ অন কাপল কমিউনিকেশন, ২০২৩

এএমপি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow