সচিব পদমর্যাদা পেলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

1 month ago 17

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালককে সচিব পদমর্যাদায় যুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো এই নিয়োগ পেয়েছেন একাডেমির বর্তমান মহাপরিচালক নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত পত্রে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতাদিসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন। গত ২১ নভেম্বর জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

এর আগে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকগণ নিয়োগ পেয়েছেন এবং দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, নাট্যনির্দেশক ও গবেষক সৈয়দ জামিল আহমেদের জন্ম ১৯৫৫ সালে। ১৯৭৮ সালে নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন এবং ১৯৮৯ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়ারইক থেকে নাট্যকলা বিষয়ে এমএ ও ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন সৈয়দ জামিল আহমেদ।

তাঁর নির্দেশিত প্রথম দিককার মঞ্চনাটকের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা থিয়েটারের ‘চাকা’, ঢাকা পদাতিকের ‘ইন্সপেক্টর জেনারেল’, ‘তালপাতার সেপাই’, ‘রাক্ষকখোক্ষস’, ‘আহ কমরেড’ ও দুই পর্বের এপিক নাটক ‘বিষাদসিন্ধু’।

২০১৭ সালে সৈয়দ জামিল আহমেদ নির্দেশিত রিজওয়ান মঞ্চনাটকটি তুমুল আলোচিত হয়। ২০১৮ সালে তাঁর নেতৃত্বে গঠিত হয়েছে অলাভজনক ও পেশাদার নাট্যদল ‘স্পর্ধা: ইনডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ’। এই দল থেকে ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’, ‘বিস্ময়কর সবকিছু’, ‘৪.৪৮ মন্ত্রাস’ ও ‘আমি বীরাঙ্গনা বলছি’ মঞ্চে এনেছেন তিনি।

এলএ/জিকেএস

Read Entire Article