সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা

2 weeks ago 15

সচিবালয়ের এক নম্বর ভবনের সামনে সেনাবাহিনী বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিয়েছেন। এ সময় সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

এর আগে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টার জানিয়েছেন, সকাল ৮ টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণ এসেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ২০ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, নয় তলা বিশিষ্ট সচিবালয়ের ৭ নম্বর ভবনটি পূর্ব-পশ্চিমে বিস্তৃত। ভবনের দুই পাশ এবং অনেকটা মাঝখানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বাইরে আব্দুল গনির রোড থেকে দেখা যাচ্ছে, ভবনের একেবারে পশ্চিম পাশে ৮ এবং ৯ তলার কিছু অংশে আগুন লেগেছে। আবার মাঝখানে একইভাবে ৮ ও ৯ তালায় এবং পূর্ব পাশে সাত আট নয় তলার কিছু অংশ আগুনে পুড়েছে।

আরএমএম/এসআইটি/এএসএম

Read Entire Article