সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব
সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সোমবার (২৬ জানুয়ারি) ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। ড. মো. খায়েরুজ্জামান বলেন, সঞ্চয়পত্র কেনাবেচায় নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার। এ ক্ষেত্রে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ডের লেনদেন সহজ করা গেলে দেশে ৬ ট্রিলিয়ন বেড়ে যাবে বন্ডের বাজার। বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমানো ও সুদের হারের ওপর নির্ভর করছে বন্ড বাজারের ভবিষ্যৎ, একক সুদের হারে নিয়ে আসলে এটি টেকসই হবে।
সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
সোমবার (২৬ জানুয়ারি) ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ : চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
ড. মো. খায়েরুজ্জামান বলেন, সঞ্চয়পত্র কেনাবেচায় নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে সরকার। এ ক্ষেত্রে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে সীমা তুলে দেওয়ার কথা ভাবা হচ্ছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ডের লেনদেন সহজ করা গেলে দেশে ৬ ট্রিলিয়ন বেড়ে যাবে বন্ডের বাজার। বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অন্তর্ভুক্ত হতে হবে।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি কমানো ও সুদের হারের ওপর নির্ভর করছে বন্ড বাজারের ভবিষ্যৎ, একক সুদের হারে নিয়ে আসলে এটি টেকসই হবে।
What's Your Reaction?