ফুলবানুর বয়স বয়স সত্তরের কাছাকাছি। যমুনা নদীর সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা দেখাচ্ছিলেন, কীভাবে তার জীবনের শেষ আশ্রয়টুকু—নিজের ঘর—চোখের পলকে নদীর গর্ভে মিলিয়ে গেল।
পাঁচ বছর আগে স্বামীকে হারিয়েছেন। সন্তানরাও এখন আর তেমন খোঁজ নেয় না। নিঃসঙ্গ জীবনের শেষ সম্বলটুকু ছিল সেই ঘর। সেটিও এক বিকেলের নদীভাঙনে কীভাবে তার ঘর চোখের পলকে ডুবে গেছে নদীগর্ভে। পাঁচ বছর আগে ছেড়ে পরলোকে চলে গেছেন স্বামী।... বিস্তারিত