সাংবাদিক বিভুরঞ্জনের বিদায়ী বার্তাটি অনলাইনে প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরেই পড়েছিলাম। তখনও তাঁর মৃত্যুর খবর আসেনি। অত্যন্ত বেদনার্ত এই লেখাটি পড়তে পড়তে বারবার কবি জীবনানন্দ দাশের কথা মনে পড়ছিল। দুঃখ-যাতনা ও অভাবে ক্লিষ্ট জীবনানন্দ দাশের প্রধান অবলম্বন ছিল তাঁর কবিতা। কবিতায় খাতাতেই বেঁচে ছিলেন খেয়ালী জীবনানন্দ। তাতেই তিনি লিখতেন অভাব, অবজ্ঞা, যাতনা আর জীবনের কথা। খোলা চিঠি পড়তে পড়তে কেন যেন মনে... বিস্তারিত